Home বরিশাল বরিশালে টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বরিশালে টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ডিলারদের পণ্য বিতরণে অনিয়ম ও ডিলারদের দিয়ে খোলা বাজারে পন্য বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। অফিস খরচ, শ্রমিকদের বকশিশের অজুহাতে ডিলারদের কাছ থেকে অর্থ আদায়, অনিয়মিত ডিলারদের পণ্য সরবরাহ করা, খোলা বাজারে পন্য বিক্রিসহ নানা অনিয়ম চলছে এই সংস্থাটিতে।

টিসিবি পণ্যের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষ। করোনা মহামারিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ভর্তুকি মূল্যে এসব পণ্য ট্রাকে বিক্রি করে থাকে সংস্থাটি। উদ্বেগের বিষয় হলো, বরিশালে বিভিন্ন স্থানে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির তথ্য পাওয়া গেছে। সরকারি গুদাম থেকে টিসিবির পণ্য তুলে সরাসরি খোলাবাজারে বিক্রি করে দিয়েছে কোনো কোনো ডিলার। আবার অনেক ডিলার ক্রেতার কাছে বিক্রি না করে পণ্য গোপনে মজুত করে রাখছে। অনেক ডিলারের বিরুদ্ধে পণ্য ওজনে কম দেওয়ারও অভিযোগ আছে। টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমে এভাবে অনেক ডিলার অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এ সকল অনিয়ম ও দূর্নীতি সবই হচ্ছে বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী (অফিস প্রধান) মো. শহিদুল ইসলামকে ম্যানেজ করেই।

নিয়মিত পণ্য বিক্রি করেন বরিশাল সদর ও বিভাগের অন্য জেলা থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার অভিযোগ করেন, নিয়ম হলো যেসব ডিলার নিয়মিত টিসিবির পণ্য বিক্রি করেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া। কিন্তু এই নিয়ম উপেক্ষা করা হচ্ছে পণ্য সরবরাহের ক্ষেত্রে। তাঁরা অভিযোগ করেন, যেসব ডিলার ৪ বছর ধরে টিসিবির পণ্য নেননি, এবার টিসিবির অসাধু কিছু কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে তাঁদের তালিকাভুক্ত করে পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছেন। রোটেশন অনুযায়ী ডিলাররা পণ্য পাওয়ার নিয়ম থাকলেও তা লঙ্ঘন করে পছন্দের ডিলারকে পণ্য সরবরাহ করা হচ্ছে।

ডিলাররা বলেন, পণ্য বিক্রি করে তাঁরা যে কমিশন পান, তা কখনো হিসাব-নিকাশ শেষে কোনো কোনো দিন লোকসান গুনতে হয়। এর মধ্যে আবার অফিসে ৪০০, শ্রমিকদের ২০০ টাকা করে দিতে হয় খরচ হিসেবে। দিতে অনীহা দেখালে করা হয় হয়রানি।

বিস্বস্থ একটি সূত্র জানায়, চলতি মাসের ৩ নভেম্বর ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া এলাকায় টিসিবির পন্য বিক্রির ঘোষনা দেয়া হলেও সেখানকার ভোক্তাদের সাথে প্রতারণা করে টিসিবি কর্তৃপক্ষ ও ডিলার। ওই দিন অর্থাৎ (৩ নভেম্বর) স্থানীয় ভোক্তারা টিসিবির পন্য ক্রয় করতে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থেকে হতাশ হয়ে বাড়ি ফেরেন। কারণ ওই দিনি টিসিবির পন্য বিক্রি করেন নি ডিলার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর অনুমতি না পাওয়ায় ডিলার সুমন পন্য বিক্রি করতে জাননি গালুয়ায় এমন কথা বলা হলেও মুলত টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী (অফিস প্রধান) এর নির্দেশনায়ই গালুয়ায় পন্য বিক্রি করা হয়নি ওই দিন।

আঞ্চলিক কার্যালয় থেকে বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠীর মোট ১২২ জন ডিলার পণ্য তোলেন। এর মধ্যে ৪১ জন ডিলার আছেন যাঁরা নিয়মিত পণ্য বিক্রি করেন। এর মধ্যে রোটেশন অনুযায়ী বরিশাল নগরে পাঁচজন, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠিতে দুজন করে ডিলার ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছেন।

মোট কথা বরিশাল টিসিবির কর্যক্রম দূর্নীতিতে নিমজ্জিত হচ্ছে বলে আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিদিন আরও অনেক চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির তথ্য আসতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments