Home জাতীয় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীতে শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীতে শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

দখিনের সময় ডেস্ক :

বাসে নারী হয়রানির প্রতিবাদ ও অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেগম বদরুন্নেসা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বাসচালকের সহকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে তারা।

রবিবার (২১শে নভেম্বর) সকালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

শিক্ষার্থীরা জানান, গতকাল রাজধানীর একটি বাসে অর্ধেক ভাড়া নেয়ার জন্য অনুরোধ করলে বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করে। এ সময় তাকে নানাভাবে হয়রানি করা হয়। এর প্রতিবাদে এবং অর্ধেক ভাড়ার দাবিতে সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্দেশ্যে শ‌নির আখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের একটি বা‌সে ওঠেন। সেখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০ টাকা। ‌কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি ‌নি‌জে‌কে স্টুড‌েন্ট বলে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার তার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারী‌রিক নির্যাত‌নের হু‌মক‌ি দেন। যা প্রকাশ‌যোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পারেননি ওই ছাত্রী। প্র‌তি‌দিন তাদের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো তাদের তুল‌তে চায় না বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

শিক্ষার্থীদের অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষাবোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

দখিনের সময় ডেস্ক: অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময়...

খেজুর ভেজানো পানি খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: খেজুর সবচেয়ে জনপ্রিয় শুকনো ফলের মধ্যে অন্যতম। এর স্টিকি টেক্সচার এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ সবাই পছন্দ করেন। সেইসঙ্গে এটি প্রয়োজনীয় ভিটামিন এবং...

যে কারণে জামিন না পেয়ে কারাগারে মাহমুদুর রহমান

দখিনের সময় ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন পাননি। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে...

ছেলের জন্মদিনের অপুর বাসায় শাকিব খান

দখিনের সময় ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের গর্ভে ধারণ করা ছেলে আব্রাম খান জয়কে কতটা ভালোবাসেনস শাকিব খান, তা স্পষ্ট। অনুরাগীরা মনে করছেন, ছেলের জন্মদিনের...

Recent Comments