Home সারাদেশ মৃত্যু পরোয়ানা নিয়ে ১৬ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

মৃত্যু পরোয়ানা নিয়ে ১৬ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

দখিনের সময় ডেস্ক

মৃত্যু পরোয়ানা নিয়ে ১৬ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন মো. জসিম উদ্দিন (৪২) নামের এক ব্যক্তি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক হত্যা মামলায় ২০০৬ সালে তার বিরুদ্ধে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থ দণ্ডও দেওয়া হয়।

গতকাল রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইল থেকে জসিমকে গ্রেফতার করা হয়। জসিম সেখানে সিএনজিচালিত অটোরিকশার চালক সেজে ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, ২০০৪ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় কাশেম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন জসিম ও তার সঙ্গীরা। ওই ঘটনায় জড়িত জসিমসহ অন্যদের নামে তৎকালীন সময়ে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রেজিয়া বেগম। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জসিম। তার অনুপস্থিতেই ২০০৬ সালের ৫ মে মামলাটির বিচার শেষ করে জসিমের মৃত্যুদণ্ডাদেশ এবং অর্থ দণ্ডে দণ্ডিত করেন তৎকালীন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল মান্নান।

তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জসীম উদ্দিন পলাতক থাকায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যার কারণে তাকে গ্রেফতারও করা যাচ্ছিল না। বহু বছর তার গ্রেফতারি পরোয়ানাটি পড়ে ছিল। মাসখানেক আগে বিষয়টি আমার নজরে পড়ে। এত আগের একটি মামলা এবং আসামি দীর্ঘদিন আগে থেকে পলাতক থাকায় তাকে গ্রেফতারের বিষয়টি সহজ ছিল না। পরবর্তীতে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় সিদ্ধিরগঞ্জ থানার ওসমি মশিউর রহমানকে। প্রথমে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকায় তার খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। এত বছর আগের ঘটনা হওয়ায় এবং তিনি পলাতক থাকায় তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় পুলিশ। সেসব তথ্য নিয়ে তাকে খোঁজার চেষ্টা করি। একপর্যায়ে জানা যায়, জসিম কুমিল্লায় তার গ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments