Home আদালত মাকে সেবা করার শর্তে ফেনসিডিল মামলায় যুবকের ৬ বছরের সাজা মওকুফ

মাকে সেবা করার শর্তে ফেনসিডিল মামলায় যুবকের ৬ বছরের সাজা মওকুফ

দখিনের সময় ডেস্ক:

ফেনসিডিল রাখার দায়ে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হওয়া মেহেদী হাসান নামে এক যুবকের দণ্ডাদেশ মওকুফ করেছেন আদালত। বিনিময়ে অসুস্থ মায়ের সেবা করাসহ তিনটি শর্ত পূরণ করতে হবে। তিনি আদালতের নির্দেশনা মানছেন কিনা তা দুই বছর ধরে পর্যবেক্ষণ করবে সমাজসেবা অফিস।

বুধবার (১৫ জুন) বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ রায় দেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, আসামি মেহেদী হাসান জীবনে প্রথমবার এই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং বিগত দিনে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুনর্বাসনের সুযোগ দিয়ে বিজ্ঞ আদালত ওই আসামিকে লঘু দণ্ড দিয়েছেন।

আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু বলেন, পরবর্তীতে কখনো এমন অপরাধের সঙ্গে যুক্ত হওয়া যাবে না, ঘরে অসুস্থ মায়ের সেবা করতে হবে, ১০০টি ওষুধি-ফলজ-বনজ গাছ রোপণ করার শর্তে দণ্ডিত মেহেদী হাসানকে মুক্তি দিয়েছেন আদালত। তবে শর্ত ভঙ্গ করলে তখন থেকেই ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দণ্ড কার্যকর হবে।

মেহেদী হাসান বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের ভাড়াটিয়া এবং মেহেন্দীগঞ্জ উপজেলার দাদপুর এলাকার আলাউদ্দিন খানের ছেলে। ঘরে তার মা গুরুতর অসুস্থ। মেহেদী হাসান ছাড়া সেই মায়ের সেবা করার কেউ নেই। এসব বিবেচনা করেছেন বিজ্ঞ আদালত।

জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের ঈদগাহ লেনের একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসানকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসআই সুজিত গোমস্তা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন।

মামলার অপর আসামি ছিলেন করিম কুটির এলাকার নেহার মঞ্জিলের ভাড়াটিয়া আবুল খায়েরের ছেলে রুবেল হাওলাদার। ডিবির এসআই মঞ্জুরুল হাসান দুই আসামিকে অভিযুক্ত করে ২০২২ সালের ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দেন। ওই মামলার রায় ঘোষণা করা হয় বুধবার(১৫ জুন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments