Home আন্তর্জাতিক পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার(৭ জুলাই) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বরিস জনসনের এই ঘোষণার মাধ্যমে ব্রিটেনের ইতিহাসে ১৯৮৭ সালের পর সবচেয়ে বেশি আসনে জয়লাভ করা কনজারভেটিভ দলের প্রধান বরিস জনসন যুগের অবসান হলো।  দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি গ্রীষ্ম মৌসুমে কনজারভেটিভ পার্টির একজন নতুন নেতা নির্বাচন করা হবে। অক্টোবরে দলীয় সম্মেলনে নতুন কেউ দেশটির প্রধানমন্ত্রী থাকবেন। ওই সময় পর্যন্ত বরিস জনসন প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন। জনসনের নেতৃত্বের প্রশ্নে তার মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের পরও তিনি দায়িত্ব ‘চালিয়ে যাওয়ার’ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতেই হলো।

প্রসঙ্গত, ক্ষমতাসীন টোরি দলের নেতৃত্বের লড়াইয়ে জয়ী হওয়ার পর ২০১৯ সালের জুলাইয়ে বরিস জনসন প্রধানমন্ত্রী হন। এর পাঁচ মাস পরে একটি ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল জনসমর্থনে জয়লাভ করেন।

সাম্প্রতিক সময়ে বরিস জনসনের সরকার বেশ কিছু বিষয়ে বিতর্কের মুখে পড়ে। এর মধ্যে ছিল ডাউনিং স্ট্রিটে লকডাউনের মধ্যে আয়োজন করা পার্টির বিষয়ে পুলিশের তদন্ত। প্রাক্তন ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনশারের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগের বিষয়গুলো যেভাবে প্রধানমন্ত্রী দেখেছেন, তা নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি বিদ্রোহের সূত্রপাত ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

Recent Comments