Home চাকরির খবর ইউজিসি নেবে একাধিক কর্মকর্তা, আবেদন ফি ৮০০–১০০০

ইউজিসি নেবে একাধিক কর্মকর্তা, আবেদন ফি ৮০০–১০০০

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরিতে সাতজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

১. পদের নাম: অতিরিক্ত পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা

২. পদের নাম: অতিরিক্ত পরিচালক/ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আইটি ইঞ্জিনিয়ার/সিস্টেম অ্যানালিস্ট/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

৩. পদের নাম: অতিরিক্ত পরিচালক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং কোয়ালিটি অ্যাস্যুরেন্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

৪. পদের নাম: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/ইউআরপি/বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিগ্রি অথবা অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

৫. পদের নাম: উপপরিচালক/আইটি ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অথবা আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/কম্পিউটার প্রোগ্রামার/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

৬. পদের নাম: উপপরিচালক/সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অথবা আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/কম্পিউটার প্রোগ্রামার/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রসহ কমিশনে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র দাখিল–সংক্রান্ত তথ্য ছক, শর্তাবলি ও প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা কমিশনের ওয়েবসাইটের ডাউনলোড নামক সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তি লিংক থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া এই লিংক থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।

ইউজিসি নেবে একাধিক কর্মকর্তা, আবেদন ফি ৮০০–১০০০
আবেদন ফি
আবেদন ফি বাবদ সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০০ এবং ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ৮০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্রে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে

নির্ধারিত ছক অনুযায়ী জীবনবৃত্তান্ত।

পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদ।

সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি।

সব পরীক্ষা পাসের সনদ/প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।

অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি।

নিজ জেলার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদের সত্যায়িত ফটোকপি।

বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত ফটোকপি।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নেতৃত্বে মৃদুল ও লিমন

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) সাবেক...

সি আর সি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সি আর সি ফাউন্ডেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

মাইগ্রেন দূর করার জন্য যেসব খাবার খাবেন

দখিনের সময় ডেস্ক: মাইগ্রেন সহ্য করা কঠিন। এই সমস্যা শীতের সময়ে আরও তীব্র হয়। মাইগ্রেন হলে আলো ও শব্দ সহ্য হয় না, এমনকী বেশি দেখা...

কোমর ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: বাসা কিংবা অফিসে হঠাৎ হঠাৎ কোমরে ব্যথায় কাতর হন অনেকে। বর্তমানে এই সমস্যা অনেক বেড়ে চলেছে। এর বড় কারণ হলো, এখনকার বেশিরভাগ...

Recent Comments