Home শীর্ষ খবর চলছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া, নেতাদের নাম রেঘাষণা ১০ আগস্টের...

চলছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া, নেতাদের নাম রেঘাষণা ১০ আগস্টের মধ্যে

দখিনের সময় ডেস্ক:

ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির অঙ্গসংগঠন মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। যে কোনো সময় নতুন কমিটির ঘোষণা আসতে পারে বরে সূত্র জানিরয়েছে। এ ব্যাপারে স্কাইপির নেতাদের মাতামত নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১০ আগস্টের মধ্যেই নতুন কমিটি দেওয়া হতে পারে বলে জানাগেছে।

সূত্রমতে তারেক রহমান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুপার সিক্স বাদ দিয়ে ৮২ নেতার বক্তব্য শোনেন। মতামত দেওয়া নেতারা হলেন সহসভাপতি ২৯ জন, যুগ্ম সম্পাদক ২০ জন, সহসাধারণ সম্পাদক ৩০ জন। এসব নেতাদের সঙ্গে গতকাল বুধবার কথা বলে জানা যায়, নতুন কমিটির জন্য সব মিলিয়ে আট নেতার নাম প্রস্তাব করেছেন। এদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির ৫ জন এবং ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে তিনজন।

বর্তমান কমিটির নেতারা হলেন সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সহসভাপতি গোলাম সারোয়ার, সহসভাপতি আনু মোহাম্মদ শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী। বর্তমান বাইরে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাবেক সভাপতি রাজীব আহসান। এসব নেতারাই মূলত আলোচনার শীর্ষে অবস্থান করছেন। এ ছাড়া বিভিন্নভাবে আলোচনায় আছেন বর্তমান কমিটির ফখরুল ইসলাম রবিন ও নাজমুল হাসানও।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্টের মধ্যেই নতুন কমিটি দেওয়া হতে পারে। সম্প্রতি, ছাত্রদল, যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের মতামত নেওয়ার পর নতুন কমিটি দিয়েছেন। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করছেন তারেক রহমান।

উল্লেখ্য, গত একাদশ সংসদ নির্বাচনের পরপরই তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর কার্যক্রম শুরু হয়। ছাত্রদল, যুবদলের মতো সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন, থানা কমিটি গঠন শেষ করা হয়েছে। অনেক জেলা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এবার ৬ বছর ধরে মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্যাগী, যোগ্য আর অভিজ্ঞদের দিয়ে এ কমিটি গঠন করা হবে বলে দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক: চরমোনাই পীর

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল...

স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে ২৮ এপ্রিল, বন্ধ থাকবে অ্যাসেম্বলি

দখিনের সময় ডেস্ক: তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর...

দাবদাহে সক্রিয় হয় বিষাক্ত সাপ

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, তা নয়। একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয়...

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। রৌদে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও...

Recent Comments