Home নির্বাচিত খবর ‘শয্যাসঙ্গী না হলে সরকারি চাকরি পান না নারীরা’

‘শয্যাসঙ্গী না হলে সরকারি চাকরি পান না নারীরা’

দখিনের সময় ডেস্ক:

সরকারি চাকরি পেতে নারীদের শয্যাসঙ্গী হতে হয় আর পুরুষদের ঘুষ দিতে হয় বলে মন্তব্য করেছেন ভারতের কর্ণাটক প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্ক খাড়গে। রাজ্যের শাসকদল বিজেপির উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। বিজেপিও খাড়গেসহ কংগ্রেস নেতাদের কটাক্ষ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি প্রিয়াঙ্ক খাড়গে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকারি পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরি পেতে হলে নারীদের শয্যাসঙ্গী হতে হয়। পুরুষদের ঘুষ দিতে হয়। এক মন্ত্রী একজন তরুণীকে চাকরি দেওয়ার শর্তে তার সঙ্গে শোয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে তা প্রকাশ্যে আসায় তিনি পদত্যাগ করেন। আমার দাবির স্বপক্ষে এটা প্রমাণ।

খাড়গে বলেন, আমার কাছে খবর আছে, এভাবে ৬০০ পদের নিষ্পত্তি হয়েছে। সহকারী প্রকৌশলী পদের জন্য ৫০ লাখ ও কনিষ্ঠ প্রকৌশলী পদের জন্য ৩০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। সম্ভবত এইভাবে ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। খাড়গে ইতোমধ্যেই দাবি তুলেছেন, সরকারি চাকরিতে কী ধরনের দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক।

কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গের এমন বিস্ফোরক অভিযোগে অস্বস্তিতে কর্ণাটক বিজেপি। পাল্টা আক্রমণ করে গেরুয়া শিবিরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বিজেপির দাবি, কংগ্রেস আমলে রাজ্যের মন্ত্রীরা ব্যাভিচার করতেন। সেই সঙ্গে এও বলা হয়েছে, সারা দেশে যে অসংখ্য নারী প্রবল পরিশ্রম করে সরকারি চাকরি পান, তাদের সবাইকেই অপমান করেছেন খাড়গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments