Home বিনোদন ভিডিও সেক্স করার জন্য উরফিকে ব্ল্যাকমেইল

ভিডিও সেক্স করার জন্য উরফিকে ব্ল্যাকমেইল

দখিনের সময় ডেস্ক:

উদ্ভট পোশাক ও খোলামেলা ফটোশুটের জন্য নিয়মিত খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। বেশিরভাগ সময় নিন্দাই জোটে বলিউডের এই মডেল ও অভিনেত্রীর কপালে। তবে নিন্দুকের নিন্দা নয়, বরং উরফি নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেন। এদিকে বেশ কিছুদিন ধরে একটি সমস্যার মধ্যে রয়েছেন উরফি। জানালেন, এক ব্যক্তি তাকে বিরক্ত করছে। ব্ল্যাকমেইল করে ‘আপত্তিকর’ প্রস্তাবও দিচ্ছে। এমনকি ধর্ষণের হুমকি দিচ্ছে বলেও দাবি অভিনেত্রীর।

ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়ে উরফি জাভেদ জানান, সপ্তাহ দুয়েক আগে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই ব্যক্তির একটি ছবি ও তার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে উরফি লিখেছেন, ‘এই লোকটা আমাকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছে। ২ বছর আগেও কেউ আমার ছবি টেম্পার করেছিল এবং শেয়ার করতে করে দিয়েছিল। এই নিয়ে তখন আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে তখন। আমি তা নিয়ে ২ বছর আগে একটি পোস্টও করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে রয়েছে। ওই ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিও সেক্স করার জন্য ব্ল্যাকমেইল করছিল। ভয় দেখিয়েছিল নইলে সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার ক্যারিয়ার শেষ করে দেবে। হ্যাঁ, সে আমাকে সাইবার ধর্ষণের (হ্যাঁ, এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।

উরফি আরও লেখেন, এমন না শুধু এই লোকটার উপর আমি বিরক্ত। এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেল কোনো স্টেপ নেওয়া হয়নি। আমি খুব আশাহত। মুম্বাই পুলিশের ব্যাপারে কত ভালো কথা শুনেছিলাম। কিন্তু এই লোকটার ওপর তাদের ব্যবহার আমাকে আশ্চর্য করেছে।

সবশেষে নারীদের সতর্ক করে উরফি লেখেন, আপনাদের বলে দেই, এই লোকটা সমাজের জন্য ক্ষতিকারক। তার এভাবে খোলাখুলি বাঁচার অধিকার নেই। আমি জানি না পুলিশ এই লোকটার বিরুদ্ধে কী স্টেপ নেবে, তবে সবাইকে এটা বলে রাখি এই মানুষটা কিন্তু এখন পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে খুল্লামখুল্লা কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?

সাধারণভাবে বলা হয়, আমলাতন্ত্রের মাধ্যমেই দেশ শাসিত হচ্ছে। কিন্তু চলমান ধারার ফলাফল এবং সুদূরপ্রসারী প্রভাব কী? জরুরি প্রশ্ন, সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? স্বীকৃত বিষয়...

গুড় বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী হয়

দখিনের সময় ডেস্ক: গুড় দিয়ে তৈরির নানা পদের আয়োজন। পিঠা, পায়েস, সন্দেশ থাকে এই তালিকায়। গুড় স্বাস্থ্যকর খাবার হিসেবেই খাওয়া হয়। তবে কোনোকিছুই বেশি খাওয়া...

ঝগড়ার সময় যে কথাগুলো বলবেন না

দখিনের সময় ডেস্ক: রেগে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো আসলে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যায়। আবার ঝগড়ার সময় একটু...

আবেগ কমাতে চান?

দখিনের সময় ডেস্ক: আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তবে এই গুণ থাকার অনেক সুবিধা রয়েছে। আপনার কমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কারণে অন্যের কাছে প্রশংসিত হবেন। কঠিন সময়ে...

Recent Comments