Home বরিশাল বংশগতভাবে শত্রু নিয়ে জন্মগ্রহণ করেছি: বিসিসি মেয়র

বংশগতভাবে শত্রু নিয়ে জন্মগ্রহণ করেছি: বিসিসি মেয়র

দখিনের সময় ডেস্ক:

বংশগতভাবেই আমি শত্রু নিয়ে জন্মগ্রহণ করেছি বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

১৯৭৫ সালের এই দিনে ভাগ্যক্রমে বেঁচে ফেরা সাদিক আব্দুল্লাহ বলেন, শত্রুরা যখন ধানমন্ডি আক্রমন করল, তখন আমার বড় ভাই সুকান্ত বাবু মায়ের কোলে উঠতে চেয়েছিলেন। কিন্তু তখন আমার বয়স মাত্র দেড় বছর। মা বড় ভাইকে কোলে না নিয়ে আমাকে নেন। এ জন্যই আমি প্রাণে বাঁচি। আমার দাদা, ভাইসহ ৬ জন নিহত হয়েছেন। আমার মা, দাদি, ছোট ফুফু, ছোট চাচা গুলিবিদ্ধ হন। সেদিন মা যদি আমাকে কোলে না নিতেন তাহলে হয়তো আজকের সভায় আমার ছবিও ব্যানারে থাকত।

সাদিক আব্দুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের যারা সবসময়েই তারা আমাদের শত্রু থাকবে। বংশগতভাবে এই শত্রু নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। এই শত্রু কার জন্য? যারা বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী। সঙ্গত কারণেই তারা আমার শত্রু। এর প্রমাণ, গত বছর ১৮ আগস্ট (সাবেক ইউএনও মুনিবুর রহমানের নির্দেশে গুলি বর্ষণের) আপনারা দেখেছেন। আমি একজন মেয়র, আমার মনে হয় না কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিই।

আমি দায়িত্ব নেওয়ার পরে এই শহরে মারামারি-কাটাকাটি, টেন্ডারবাজি নেই। বরিশাল শহরে এক সময় শিক্ষকদের ধাওয়া করে পেটানো হতো। ছাত্রলীগ নামধারীরা অনেক অপকর্ম করেছে। আজকে কিন্তু সেসব নেই। আজকে প্রতিটি কলেজে ছাত্রলীগের কমিটি না থাকা সত্যেও শিক্ষকরা ছাত্রলীগের প্রশংসা করেন। তিনি বলেন, আমরা বরিশাল মহানগরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে ঢেলে সাজাব।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় এই সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সকালে সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওদিকে সকালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments