Home লাইফস্টাইল হৃদ‌রোগের উপকারি ইলিশ মাছ

হৃদ‌রোগের উপকারি ইলিশ মাছ

দখিনের সময় ডেস্ক:

ইলিশ মাছের নাম শুনলেই বাঙালির জিভে পানি আসে! সরষে ইলিশ, ভাপা, ইলিশ পাতুরি, দই ইলিশ, ইলিশের টক, ইলিশের ডিম ভাজা— আরও কত কী যে বাঙালি ইলিশ দিয়ে রান্না করতে পারে, তার তালিকা শেষ হওয়ার নয়। তবে বাঙালির ইলিশ প্রেম যতটা, ইলিশের বাঙালি প্রেমও ঠিক ততটাই। ইলিশও নিজের পুষ্টিগুণে আমাদের স্বাস্থ্যরক্ষা করে।

ইলিশ মাছ খেলে শরীরে জন্য যেসব উপকার—

হৃদযন্ত্রের সুরক্ষা

ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম। অন্য দিকে, প্রচুর মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। তাই এই মাছ খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদ‌যন্ত্রও সুস্থ থাকে।

রক্ত সঞ্চালন

সামুদ্রিক মাছে থাকা ইপিএ ও ডিএইচএ ওমেগা-৩-অয়েল শরীরে ইকসিনয়েড হরমোন তৈরি হওয়ায় বাধা দেয়। এই হরমোনের প্রভাবে রক্ত জমাট বেঁধে শিরা ফুলে যায়। ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। থ্রম্বসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

বাতের ব্যথা

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের সঙ্গে অস্টিওআর্থারাইটিসের সম্পর্ক রয়েছে। প্রতি দিনের ডায়েটে সামুদ্রিক মাছ থাকলে বাতের ব্যথা, গাঁট ফুলে গিয়ে যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়া যায়। ইলিশে ওমেগা-৩-তে ভরপুর থাকে।

চোখের স্বাস্থ্য

তেলযুক্ত মাছ খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে, চোখ উজ্জ্বল হয়। বয়সকালে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসার মোকাবিলা করতে পারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। ইলিশ মাছের মধ্যে থাকা ভিটামিন এ অন্ধত্বের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ফুসফুস ভালো রাখে

সামুদ্রিক মাছ ফুসফুস ভালো রাখতে কার্যকর। শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে পারে ইলিশ মাছ। যারা নিয়মিত মাছ খান, তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়।

অবসাদ দূর করে

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে। সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডার, পোস্ট ন্যাটাল ডিপ্রেশন কাটাতে পারে ইলিশ মাছ।

মস্তিষ্কের কার্যকারীতা বাড়ায়

মস্তিষ্কের ৬০ শতাংশই তৈরি ফ্যাট দিয়ে। যার অধিকাংশই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। ইলিশ মাছ খেলে বয়স কালে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা কমে। শিশুদের মস্তিষ্কের গঠনেও সাহায্য করে ডিএইচএ। অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার রোধ করতে পারে ইলিশ মাছ। স্মৃতিশক্তি বাড়ায়, পড়াশোনায় মনযোগও বাড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে ছাত্রলীগের দর্পচূর্ণ, কনস্টেবলের কাছে মুচলেকা দিলেন ছাত্রলীগ নেতা

দখিনের সময় ডেস্ক: ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘এই অঙ্গুল দেখাছিস কাকে। এই তুই আঙ্গুল দেখাছিস কাকে। তুই আঙ্গুল দেখিয়ে কথা বলছিস কোন সাহসে। যোগ্যতা...

ভিসা নীতির আওতা স্পষ্ট করলো মার্কিন দূতাবাস

দখিনের সময় ডেস্ক: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক...

বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ রফতানি, কারণ জানে না আড়ৎদার সমিতি

দখিনের সময় ডেস্ক: দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানাতে পারেনি বরিশাল জেলা মৎস্য্য আড়ৎদার সমিতি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।...

নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ট্রাক, আহত ১৩

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের...

Recent Comments