Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি প্রেমিকাকে ফেরত দিয়েও বাঁচতে পারলো না প্রেমিক, খুনের অভিযোগ

প্রেমিকাকে ফেরত দিয়েও বাঁচতে পারলো না প্রেমিক, খুনের অভিযোগ

দখিনের সময় ডেস্ক:

প্রেমিকার পরিবারের করা মামলায় মা-বাবাকে মুক্তি দিতে প্রেমিকাকে ফেরত দিয়েও শেষ রক্ষা হলো না মো. হৃদয় হোসেন (১৯) নামে এক তরুণের। স্বজনদের অভিযোগ, প্রেমিকার স্বজনরা মারধর ও শ্বাসরোধে হত্যা করেছে তাকে। শুক্রবার (২৬ আগস্ট) ভোর রাতের দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ডেফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই এলাকার খোকন হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, এমন একটি মৌখিক অভিযোগ পেয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ শনিবার (২৭ আগস্ট) সকালে ময়নাতদন্ত করা হবে। তার রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত হৃদয়ের বাবা খোকন হাওলাদার ও মা মারুফা বেগম জানিয়েছেন, কুদঘাটা এলাকার বাসিন্দা অটোচালক জাকির হোসেনের মেয়ের সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিল। ১৬ আগস্ট তারা পালিয়ে একটি কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। ওদিকে জাকির হোসেন অপহরণের অভিযোগ করেন থানায়।

অভিযোগ পেয়ে হৃদয়ের মা-বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ শর্ত দেয়, হৃদয় যাকে নিয়ে পালিয়েছে তাকে ফেরত দিলে তার মা-বাবাকে ছেড়ে দেওয়া হবে। সেই আশ্বাসে ১৯ আগস্ট প্রেমিকাকে পরিবারের কাছে পৌঁছে দিয়ে মা-বাবাকে মুক্ত করে হৃদয়।

হৃদয়ের মামা হাবিবুর রহমান বলেন, তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়া হলে স্থানীয়ভাবে পুলিশ বিষয়টি মীমাংসা করে। কিন্তু মেয়ে হৃদয়ের কাছে ফিরে আসার চেষ্টা করে। অসংখ্যবার সে হৃদয়কে কল দেয়। হৃদয় আমাকে তা দেখিয়েছে। কিন্তু হৃদয় মেয়ের কল রিসিভ করত না। এই ঘটনার পরও সেই মেয়ের ভাই, চাচা, বাবা হৃদয়কে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল। না হলে মেরে ফেলবে বলেছে।

বৃহস্পতিবার(২৫ আগস্ট) রাতে হৃদয় এমন অভিযোগ করে বাড়ি চলে যায়। রাত ১২টার দিকে খবর পাই, ওই মেয়ের বাড়ির আনুমানিক ৩০০ গজ দূরে বালুর মাঠ এলাকায় হৃদয় অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয়কে মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, আমরা মনে করি, হৃদয়কে ওই মেয়ের ভাই, চাচা, বাবা মিলে পরিকল্পিতভাবে মেরে বালুর মাঠে ফেলে রেখেছে। এই হত্যার বিচার চাই আমরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন, শুক্রবার রাত ১টার পরে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক জানিয়েছ, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ মর্গের ফ্রিজে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

Recent Comments