Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ছাত্রীকে থাপ্পড় মারায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, হাসপাতালে ভর্তি

ছাত্রীকে থাপ্পড় মারায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, হাসপাতালে ভর্তি

দখিনের সময় ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগরে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এক ছাত্রীকে থাপ্পড় মারার ঘটনায় লাঞ্ছিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমারী ইউনিয়নের গোবিন্দপুর আলহাজ্ব মুজিবুর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

এর পরদিন শুক্রবার(২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রধান শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেন। প্রধান শিক্ষকের লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বুধবার দুপুরে পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি ক্লাস নেওয়ার সময় তিনি বোর্ডে লিখছিলেন। এ সময় শিক্ষার্থীরা তার চেয়ারে সুপার গ্লু লাগিয়ে তাকে বসতে বলেন। কিছুক্ষণ পর আবার উঠতে বলে। উঠে দাঁড়াতেই তার প্যান্ট চেয়ারে আটকে যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা হাততালি দিতে থাকে। এক পর্যায়ে প্রধান শিক্ষক এক শিক্ষার্থীকে থাপ্পড় মারেন।

লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গত বৃহস্পতিবার(২৫আগস্ট) শিক্ষা অফিস থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর বাবা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মুজিবুর রহমান, সেকেন্দার আলীসহ ৪-৫ জন তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে লাঞ্ছনার অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

Recent Comments