Home বরিশাল পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএসকে গণপিটুনী, টাকা নিয়ে চাকুরী না দেবার অভিযোগ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএসকে গণপিটুনী, টাকা নিয়ে চাকুরী না দেবার অভিযোগ

দখিনের সময় রিপোর্ট:

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) শফিকুল ইসলাম পিন্টুকে গণপিটুনী দেবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম।

সূত্র জানিয়ে, বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজের একাউন্টিং-এর লেকচারার শফিকুল ইসলাম পিন্টু  পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস হবার পর নানান অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিমন্ত্রী বিরক্ত হয়ে তাকে বিদায় করেদেন। অবশ্য শফিকুল ইসলাম পিন্টু বলছেন, লেকচারার থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে মাউশিতে যোগদানের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় থেকে রিলিজ হওয়া প্রয়োজন ছিলো। এ জন্য তিনি ১৫ জুন পানিসম্পদ মন্ত্রণালয় থেকে রিলিজ অর্ডার গ্রহণ করেন। এরপর তাকে আবার এপিএস হিসেবে নিয়োগ দেবার জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিও লেটার দিয়েছেন বলে জানান জনাব শফিক। কিন্তু একটি মহলের গ্রুপিং এড়িয়ে থাকার জন্য পুনরায় এপিএস হতে আগ্রহী হননি বলে শফিকুল ইসলাম জানান ।

এদিকে সূত্র জানিয়েছে, এপিএস থাকা কারে চাকুরী প্রদানসহ নানান কাজের উছিলায় একাধিক ব্যাক্তির কাছ থেকে টাকা নিয়েছেন শফিকুল ইসলাম। এই ‘পাওনাদাররা’ টাকা ফেরত দেবার জন্য শফিকুল ইসলামকে চাপ দিতে থাকেন। এ ধরনের ঘটনায়ই তার উপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে আজ শনিবার(২৭ আগস্ট) সন্ধ্যায় টেলিফোনে যোগাযোগ করা হলে, শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। বরং হামলার জন্য তিনি বরিশাল নগরির ২১নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান রানাকে দায়ী করেন ।

এদিকে ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাবেক এপিএস শফিকুল ইসলাম পিন্টু থানায় দায়েরকৃত অভিযোগে বলেন, শুক্রবার রাত ৯টার দিকে আমি নবগ্রাম রোড সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ার বাসার সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। এ সময়  মাসুদ, নাসির, সোহাগ, ইমরান, শুভ, সোহান, জুয়েল ও রেজভীসহ অজ্ঞাত কয়েকজন আমাকে মারধর শুরু করেন। কী কারণে হামলা করল জানি না। এদের সঙ্গে আমার কখনো কিছু হয়নি। অনেককে আমি ঠিকমতো চিনিও না।

তবে অভিযুক্তদের মধ্যে নাসির নামে একজন বলেন, শফিকুল তিন বছর আগে চাকরির কথা বলে তিন লাখ টাকা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার বাসার সামনে গিয়ে টাকা ফেরত চাইলে তার সঙ্গে থাকা লোকজন নিয়ে শফিকুল আমাকে মারধর করেন। আমরা তার ওপরে হামলা করিনি।

উল্লেখ্য, এপি এস শফিকুল ইসলাম পিন্টুর আগে পিও হাদিকেও অনিয়মের দায়ে অপসারণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।  জনাব হাদি জেলও খেটেছেন। সূত্র বলছে, শফিকুল ইসলাম পিন্টুরও একই পরিণতি হতেপারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments