Home খেলাধূলা সহজ জয়ে সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

সহজ জয়ে সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষটি ম্যাচে ৩২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজও ঘরে তুলল টাইগাররা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে পারে আমিরাত।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় ৪ উইকেট হারায় আমিরাত। উইকেটের শুরুটা করেন স্পিনার নাসুম আহমেদ। চিরাগ সুরিকে তিনি নিজেই ক্যাচে ফেরান। এরপর আরেক ওপেনার মুহাম্মদ ওয়াসিমকে ব্যক্তিগত ১৮ রানে বিদায় করেন তাসকিন আহমেদ।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে বাজিমাত করেন মোসাদ্দেক হোসেন। পরপর দুই বলে তিনি আরিয়ান লাকড়া ও বৃত্তি অরবিন্দকে আউট করেন। তবে পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আমিরাত। বাসিল হামিদকে নিয়ে ৭২ বলে ৯০ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক রিজওয়ান। অবশেষে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪০ বলে ৪টি চারে ৪২ রান করা বাসিলকে আফিফ হোসেনের ক্যাচ বানান এবাদত। কিন্তু শেষ অবধি লড়ে যান রিজওয়ান। ৩৬ বলে ২টি চার ও সমান ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশ বোলার মোসাদ্দেক ২টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন তাসকিন, নাসুম ও এবাদত।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করে আউট হন সাব্বির রহমান। এই সিরিজে দুই ম্যাচেই ব্যর্থ হলেন সাব্বির। এদিন ৯ বলে ১২ করে আরিয়ান লাকড়া বলে এলবি হন তিনি। তবে দারুণ খেলতে থাকা লিটন দাস বিদায় নেন আয়ান আফজাল খানের বলে কার্তিক মিয়াপ্পনের ক্যাচে। ২০ বলে ৪ টি চারে ২৫ রান করেন লিটন।

গত ম্যাচের নায়ক আফিফ হোসেন এদিনও দারুণ শুরু পান। আফজাল খানের দ্বিতীয় শিকার হয়ে অপ্রত্যাশিতভাবে বিদায় নেন। ফুলটস বল খেললে অসাধারণ ক্যাচে তাকে ফেরান মিয়াপ্পন। ১০ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৮ করেন আফিফ।

ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং করেন। তবে হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। সাবির আলীর বলে এলবি হওয়ার আগে ৩৭ বলে ৫টি চারের ৪৬ রান করেন। এটি টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস। মোসাদ্দেক হোসেন ইনিংস বড় করতে পারেননি তবে দারুণ ব্যাটিং করেছেন। ২২ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৭ করে মিয়াপ্পনের শিকার হন।

ইয়াসির আলী ১৩ বলে একটি চার ও সমান ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে অধিনায়ক নুরুল হাসান সোহান। ১০ বলে একটি চার ও সমান ছক্কায় ১৯ রানের হার না মানা ইনিংস খেলেন। আমিরাত বোলারদের মধ্যে ২টি উইকেট পান আফজাল খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments