Home খেলাধূলা সহজ জয়ে সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

সহজ জয়ে সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষটি ম্যাচে ৩২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজও ঘরে তুলল টাইগাররা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে পারে আমিরাত।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় ৪ উইকেট হারায় আমিরাত। উইকেটের শুরুটা করেন স্পিনার নাসুম আহমেদ। চিরাগ সুরিকে তিনি নিজেই ক্যাচে ফেরান। এরপর আরেক ওপেনার মুহাম্মদ ওয়াসিমকে ব্যক্তিগত ১৮ রানে বিদায় করেন তাসকিন আহমেদ।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে বাজিমাত করেন মোসাদ্দেক হোসেন। পরপর দুই বলে তিনি আরিয়ান লাকড়া ও বৃত্তি অরবিন্দকে আউট করেন। তবে পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আমিরাত। বাসিল হামিদকে নিয়ে ৭২ বলে ৯০ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক রিজওয়ান। অবশেষে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪০ বলে ৪টি চারে ৪২ রান করা বাসিলকে আফিফ হোসেনের ক্যাচ বানান এবাদত। কিন্তু শেষ অবধি লড়ে যান রিজওয়ান। ৩৬ বলে ২টি চার ও সমান ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশ বোলার মোসাদ্দেক ২টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন তাসকিন, নাসুম ও এবাদত।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করে আউট হন সাব্বির রহমান। এই সিরিজে দুই ম্যাচেই ব্যর্থ হলেন সাব্বির। এদিন ৯ বলে ১২ করে আরিয়ান লাকড়া বলে এলবি হন তিনি। তবে দারুণ খেলতে থাকা লিটন দাস বিদায় নেন আয়ান আফজাল খানের বলে কার্তিক মিয়াপ্পনের ক্যাচে। ২০ বলে ৪ টি চারে ২৫ রান করেন লিটন।

গত ম্যাচের নায়ক আফিফ হোসেন এদিনও দারুণ শুরু পান। আফজাল খানের দ্বিতীয় শিকার হয়ে অপ্রত্যাশিতভাবে বিদায় নেন। ফুলটস বল খেললে অসাধারণ ক্যাচে তাকে ফেরান মিয়াপ্পন। ১০ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৮ করেন আফিফ।

ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং করেন। তবে হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। সাবির আলীর বলে এলবি হওয়ার আগে ৩৭ বলে ৫টি চারের ৪৬ রান করেন। এটি টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস। মোসাদ্দেক হোসেন ইনিংস বড় করতে পারেননি তবে দারুণ ব্যাটিং করেছেন। ২২ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৭ করে মিয়াপ্পনের শিকার হন।

ইয়াসির আলী ১৩ বলে একটি চার ও সমান ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে অধিনায়ক নুরুল হাসান সোহান। ১০ বলে একটি চার ও সমান ছক্কায় ১৯ রানের হার না মানা ইনিংস খেলেন। আমিরাত বোলারদের মধ্যে ২টি উইকেট পান আফজাল খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

পদ্মা ব্রিজ হওয়ার আগে বরিশাল-ঢাকা করতাম লঞ্চে। সেই পাট চুকে গেছে। নৌ-পথের পাট চুকিয়ে এখন সড়ক পথই ভরসা। সরকারি লোকদের ফ্রিস্টাইল দুর্নীতি এবং মালিকপক্ষের...

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দখিনের সময় রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়  বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়...

সময়মতো ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের যেসব আত্মীয়-স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের ব্যাপারে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। তিনি...

Recent Comments