Home বিনোদন বিয়ের পর ক্যাটরিনাতে আগ্রহ কমল দর্শকের?

বিয়ের পর ক্যাটরিনাতে আগ্রহ কমল দর্শকের?

দখিনের সময় ডেস্ক:
‘বিয়ের পর বাজার পড়ে যায় নায়িকাদের’— কথাটি চিত্র জগতে বহুল প্রচলিত। এটিই যেন সত্যি হয়ে ধরা দিলো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রথমবারের মতো বড় পর্দায় ফিরলেন ‘ফোন ভূত’ নিয়ে। প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট বলছে, সুন্দরী ‘ভূত’ ক্যাটরিনাতে আগ্রহ নেই দর্শকের।
শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টর অভিনীত ‘ফোন ভূত’। তবে এই হরর কমেডি সিনেমা দেখতে মোটেই উৎসাহী নন সিনেপ্রেমীরা। দেশের বক্স অফিসে মাত্র ২.০৫ কোটির টিকিট বিক্রি হয়েছে ৪৫ কোটি রুপি বাজেটের এই ছবির। ‘ফোন ভূত’ পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সিং। আছেন জ্যাকি শ্রফও।
ছবির গল্পে, ভূত ক্যাটরিনার সঙ্গে হাত মিলিয়ে ভূত ধরার ব্যবসা চালু করেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। ভূতদের ধরে তাদের মোক্ষলাভে সাহায্য করছে ইশান-সিদ্ধান্তরা। আর এই গল্পে ভিলেন জ্যাকি শ্রফ, ‘আত্মারাম’। ভূত ধরার ব্যবসা ফেঁদে বসা এই ত্রয়ীকে উচিত শিক্ষা দেওয়ার শপথ নেয় আত্মারাম। অন্যদিকে ক্যাটরিনার কাতর আর্জি, একমাত্র ইশান আর সিদ্ধান্তই পারবে আত্মারামকে রুখতে। ভূত ধরার এই খেলায় ঠিক কী কী মুশকিলে পড়েন তারা, এই নিয়েই গল্প এগোয়।
বক্স অফিসে ক্যাটরিনার এই ছবি মুখোমুখি লড়াইয়ে জাহ্নবী কাপুরের ‘মিলি’ এবং হুমা কুরেশি-সোনাক্ষী সিনহার ‘ডাবল এক্সএল’-এর সঙ্গে। অপর দুই ছবির হাল আরও খারাপ। প্রথম দিন জাহ্নবীর ছবির আয় মাত্র ৪৫-৬৫ লক্ষ টাকা। অন্যদিকে সোনাক্ষী-হুমার ডবল এক্স এলের কালেকশন মাত্র ২৫ লক্ষ টাকা।
বিয়ের পর কাজ থেকে ছুটি নেননি ক্যাটরিনা। ভিকির সঙ্গে ঘর বাঁধার পর ‘ফোন ভূত’ই ক্যাটরিনার প্রথম রিলিজ। আগামীতে ক্যাটরিনাকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। যা মুক্তি পাবে আগামী বছর দিওয়ালিতে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘মেরি ক্রিসমাস’ ও ‘জি লে জারা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি দিতে পারে এই ৫ মশলা

দখিনের সময় ডেস্ক: গ্যাস্ট্রিক মানুষের নিত্যদিনের সঙ্গী। সকাল শুরু হয় বুকজ্বালা, পেটের মধ্যে মোচড়, চোয়া ঢেঁকুর দিয়ে। সেই রেশ দিনভর থাকে। ওষুধ খেয়ে তার পর...

শীতে ঠোঁট ফাটার সমস্যা কীভাবে এড়াবেন?

দখিনের সময় ডেস্ক: শীতের সময় ঘনিয়ে আসছে। এখন থেকেই ঠোঁট শুকিয়ে চামড়ায় টান পড়ছে। মুখে হালকা ময়েশ্চারাইজার মাখতেই হচ্ছে। আর কয়েকদিন পর থেকে বেছে নিতে...

শীতে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে ব্যবস্থা নিন এখনই

দখিনের সময় ডেস্ক: ঋতু পরিবর্তনের পালাক্রমে শীত আসন্ন, ক’দিন বাদেই দেখা মিলবে। প্রকৃতির সেই প্রভাব পড়ে মানুষের ওপরও। এই সময় ত্বক হয়ে ওঠে শুষ্ক, রুক্ষ...

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সেরনিয়াবাত সাদিক

দখিনের সময় রিপোর্ট: জনপ্রিয়তা যাচাই করার সুযোগ করেদেবার জন্য প্রধানমন্ত্রী ও আওযামী  লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

Recent Comments