Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণায় আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি ও বিডিয়ানের যৌথ আয়োজনে শুরু হলো “গবেষণার বুনিয়াদী প্রশিক্ষণ” শীর্ষক কোর্স। গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় ভার্চুয়াল মাধ্যম জুম এ কোর্সের উদ্ধোধন অনুষ্ঠান এবং প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ বদরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণার বিকল্প নেই। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই গবেষণার ক্ষেত্রে বিশেষ গুরত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও গুরত্ব দিবে। শিক্ষার্থীদেরকে গবেষণাই সকল প্রকার সাহায্য বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে এবং গবেষণা ক্ষেত্রে বাজেট আরো বাড়ানো হবে বলে জানান তিনি। এসময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি এবং বিডিয়ানের এমন আয়োজনের সাধুবাদ জানান।
বিডিয়ানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ফজলে রাব্বি আফসার এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোসাইন বেলাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ অনুষদের ডিন ড. আবু রেজা মোহাম্মদ তাওফিকুল ইসলাম।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার সূতিকাগার। এখানে শুধুমাত্র পাঠ্য পুস্তকভিত্তিক শিক্ষা নয় গবেষণামূলক, ব্যস্তব জ্ঞানমূলক শিক্ষাও গ্রহণ করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা নিরসনসহ দেশ ও জাতিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
মূল প্রবন্ধ বক্তা হোসাইন বেলাল সরকার শিক্ষার্থীদেরকে গবেষণার বিভিন্ন বিষয় সম্পর্কে এবং গবেষণার গুরত্ব নিয়ে আলোচনা করেন। কীভাবে একজন শিক্ষার্থী গবেষণায় আরো এগিয়ে যেতে পারবে ও বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষণামূলক শিক্ষার প্রয়োজনীয়তাসহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী নওরিন নুর তিষা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments