Home খেলাধূলা শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর চমক

শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর চমক

দখিনের সময় ডেস্ক:
আরেকটি অঘটনের সাক্ষী হলো কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে মরক্কো। এ জয়ে আসরের শেষ ষোলোর আশা ভালোভাবেই টিকে রইল আফ্রিকার দেশটির। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপে জয় পেল মরক্কো। অথচ এদিন র‌্যাংকিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে খেলতে নেনমেছিল ২২ নম্বর মরক্কো।
রোববার আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে এমন সমীকরণে মাঠে নেমে নিজেদেরই হারিয়ে খুঁজল বেলজিয়াম। ম্যাচের ১৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বেলজিয়াম। তবে গোলরক্ষক বরাবর বল মারেন তমা মুনিয়ে। এরপর মরক্কো প্রথম সুযোগ পায় ৩৫তম মিনিটে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে উড়িয়ে মেরে হতাশ করেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের ঠিক আগে ফ্রি-কিক থেকে বল জালে পাঠান মরক্কোর হাকিম জিয়াশ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি রেফারি বাজালে হতাশ হয় দলটি। বিরতির পর ৫৭তম মিনিটে গোল পেতে পারতো মরক্কো। তবে বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড সোফিয়ান বুফালের বাঁকানো শটে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।
তবে সমর্থকদের আর হতাশ করেনি দলটি। ৭৩তম মিনিটে বেলজিয়ামকে চুক করিয়ে লিড নেয় মরক্কো। বাঁ দিকের কর্নার ফ্ল্যাগের কাছাকাছি থেকে সাবিরির ফ্রি-কিক বিপজ্জনক কিছু ছিল না গোলরক্ষক থিবো কোর্তোয়ার জন্য। সামনে প্রতিপক্ষের এক খেলোয়াড় থাকায় যেন তালগোল পাকিয়ে ফেলেন তিনি। বাঁক খেয়ে বল আশ্রয় নেয় জালে। চলতি বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে প্রথম গোল এটি।
ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে বেলজিয়ামের ঘুরে দাঁড়ানোর সব আসা শেষ করে দেয় মরক্কো। ডান দিক দিয়ে বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে কাটব্যাক করেন জিয়াশ, আর জোরাল শটে বাকিটা সারেন আবুখলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডাল-ভাত নয়, মানুষ এখন মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করতে পারলে জীবনেও খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ...

জগদ্দল পাথর স্বাস্থ্য খাত

মেয়াদ বিবেচনায় স্বাস্থ্যমন্ত্রীদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তবে সাফল্যের বরপুত্র হিসেবে বিবেচনা করা যায় কর্নেল মালেক-পুত্র জাহিদ মালেক স্বপনকে। শুধু তাই নয়, তিনি...

শখের বাইক কলেজ ছাত্র যাচ্ছিলো কক্সবাজার, চলেগেলো প্রাণ

দখিনের সময় ডেস্ক: শখের বাইক কেড়ে নিলো চট্টগ্রামের পটিয়ার তানভির জামান (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর প্রাণ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে পটিয়া থেকে...

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি

দখিনের সময় ডেস্ক: তাপমাত্রা বাড়তে থাকায় চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তীব্র গরমের...

Recent Comments