Home প্রযুক্তি টুইটারে এক হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ চালু হতে পারে

টুইটারে এক হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ চালু হতে পারে

দখিনের সময় ডেস্ক:
বড় আকারের লেখা পোস্টের সুযোগ আসছে টুইটারে। এ সুবিধা চালুর জন্য কাজও চলছে—টুইটার কেনার পরপরই এ ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছিলেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। কিন্তু কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা কত সংখ্যার বার্তা বা প্রবন্ধ টুইটারে পোস্ট করা যাবে, তা জানাননি তিনি।
বর্তমানে ২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ রয়েছে টুইটারে। ফলে ইচ্ছা থাকলেও বড় পোস্ট করতে পারেন না টুইটার ব্যবহারকারীরা। আর তাই ইলন মাস্কের ঘোষণার পরপরই ব্যবহারকারীদের মধ্যে এ বিষয়ে চলছে জল্পনা-কল্পনা। কারও মতে, ৪২০ অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ চালু হচ্ছে টুইটারে। কেউ আবার বলছেন, এ সংখ্যা এক হাজার হতে পারে।
গতকাল সোমবার এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) ইলন মাস্কের কাছে অক্ষরের বিধিনিষেধ শিথিলের বিষয়ে জানতে চান এক ব্যক্তি। এ বিষয়ে ব্যবহারকারীদের আগ্রহের কথা অজানা নয় ইলন মাস্কের কাছেও। আর তাই ফিরতি টুইটে তিনি জানান, ‘এটি করণীয় তালিকায় রয়েছে।’ মাস্কের এই টুইটের পর অনেকেই ধারণা করছেন, সম্ভবত এক হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ চালু হচ্ছে টুইটারে।
উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় ২০১৮ সালে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার।
সূত্র: মেইল অনলাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশাল এক আওয়াজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে চলমান অরাজক পরিস্থিতির মধ্যে ৯ এপ্রিল বিশাল এক আওয়াজ দিয়ে বসেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘একজন চিকিৎসক দিনে কতজন...

ফেসবুকে লাইভে অস্ত্রাগার প্রদর্শন, চাকরি হারালেন পুলিশ সুপার

দখিনের সময় ডেস্ক: বহিরাগতদের অস্ত্রাগার দেখানো ও সেখান থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়ায় পুলিশ সুপার শাহের ফেরদৌস রানা চাকুরি হারিয়েছেন। তিনি খুলনার...

রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

দখিনের সময় ডেস্ক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দিবাগত রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এই সময়ে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) এর...

ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করেছে...

Recent Comments