Home নির্বাচিত খবর বিএনপির ১ হাজার নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

বিএনপির ১ হাজার নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় প্রায় ১ হাজার নেতাকর্মীকে আগামী জামিন দিয়েছেন হাইকোর্ট।  আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
জামিন পাওয়াদের মধ্যে‍ যুবদলের সাধারণ সম্পাদক মনোয়ার সরকার মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী,  কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নেতা শরাফত আলী সপু, যুবদল নেতা গোলাম মওলা শাহীন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা এনামুল হক, কৃষকদলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান রয়েছেন।
আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভ্ূঁইয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট সগির হোসেন লিওন, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফী প্রমুখ।
আইনজীবীরা জানান, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক মামলায় এবং ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলার নাশকতার মামলায় হাইকোর্টের দুই পৃথক বেঞ্চ বিএনপির এক হাজার নেতাকর্মীকে আজ আগাম জামিন দিয়েছেন। ঢাকা, বরিশাল, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ ও পিরোজপুরে দায়ের করা মামলায় এসব নেতাকর্মী জামিন পেয়েছেন। ৬ সপ্তাহ পর তাদের  নিজ নিজ জেলার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় ৫৩০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

Recent Comments