Home অন্যান্য নির্বাচিত খবর ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক:
জিনেদিন জিদানকে নিয়ে অসম্মানসূচক কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লু গ্রেত। পরে তিনি অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হন। তবে নতুন বিতর্কে পড়েছেন ৮১ বছর বয়সী এই কর্মকর্তা। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী স্পোর্টস এজেন্ট।
সোনিয়া সোইদ নামের সেই এজেন্ট অভিযোগ করে জানান, দীর্ঘ অনেক বছর ধরে লু গ্রেত তার প্রতি যৌন আগ্রহ দেখান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এমন খবর প্রকাশ করেছে। লু গ্রেতের বিরুদ্ধে আগেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। যেখানে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ওদেয়া-কাস্তেরা ফেডারেশনকে তদন্তের জন্য জানায়।
সম্প্রতি যৌন হয়রানি নিয়ে এল’কিপে এক সাক্ষাৎকার দেন ৩৭ বছর বয়সী সোনিয়া। তিনি এ সময় জানান, লু গ্রেত ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত কয়েক দফা তার সঙ্গে বাজে আচরণের চেষ্টা করেন। সোনিয়া জানান, তিনি নারী ফুটবলের উন্নতির জন্য যখনই লু গ্রেতের সঙ্গে ব্যবসায়িক আলোচনায় বসতেন। তখন ফরাসি ফুটবল প্রেসিডেন্ট খারাপভাবে আগ্রহ দেখাতেন। ভয়েসমেইলে মেসেজ দিতেন, যেখানে রাতে শ্যাম্পেইনের আমন্ত্রণ জানানো হতো। গত সেপ্টেম্বরে ক্রীড়ামন্ত্রী ফেডারেশনকে এক দফা তদন্তের জন্য জানায়। সো ফুট নামের একটি ম্যাগাজিন প্রকাশ করেছিল, লু গ্রেত কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন।
ফরাসি ম্যাগাজিনটি সে সময় ৬ পাতার একটি তদন্ত প্রকাশ করে। তারা ফেডারেশনের বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তার বিষয়ে লিখে। যেখানে বড় আকারে ধরা পড়ে লু গ্রেত এক নারীকে আবেদনমূলক বার্তা পাঠিয়েছিলেন। তারা আরও লিখে ফেডারেশনে এই ধরনের সংস্কৃতি রয়েছে।
এদিকে সোনিয়া জানান, তিনি সর্বপ্রথম ২০১৩ সালে লু গ্রেতের সঙ্গে সাক্ষাৎ করেন। লু গ্রেত তাকে বিভিন্ন বার্তা পাঠান। যদিও তিনি খুব বেশি তার সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেননি। তবে এটা পরিস্কার যে, তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে সোনিয়ার আলোচনাগুলো এগিয়ে যাবে। সোনিয়া বলেন, তিনি কখনোই আমাকে এজেন্ট হিসেবে দেখতেন না। তিনি আমাকে এক টুকরা ক্যান্ডি ভাবতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক: চরমোনাই পীর

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল...

স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে ২৮ এপ্রিল, বন্ধ থাকবে অ্যাসেম্বলি

দখিনের সময় ডেস্ক: তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর...

দাবদাহে সক্রিয় হয় বিষাক্ত সাপ

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, তা নয়। একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয়...

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। রৌদে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও...

Recent Comments