Home শিক্ষা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক:
ঢাবি ও অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় নকল, নারী উত্ত্যক্তকরণ, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও মাদকদ্রব্য গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বহিষ্কৃত ১০৯ শিক্ষার্থীর মধ্যে একজনকে স্থায়ীভাবে এবং বাকি ১০৮ জন শিক্ষার্থীকে সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারকৃত ওই শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৩১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয় শৃঙ্খলা কমিটি।
অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় নকল বা অনিয়ম ও বোর্ড অব কন্ডাক্ট ভায়োলেশনসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহের মোট ১০৯ জন শিক্ষার্থীকে স্থায়ী, সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে শাস্তি প্রদান করা হয়েছে। দুই বছর থেকে চার বছর পর্যন্ত এ শাস্তির ব্যাপ্তি।
তিনি আরও বলেন, এছাড়া নারী হেনস্থা বা ইভটিজিংয়ের অভিযোগের প্রমাণ সাপেক্ষে জীম নাজমুল নামের একজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আর মিটিংয়ে অন্যদেরকে সাময়িক বা বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। অতি শিগগিরই বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments