Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোশিয়েশনের সহযোগিতায় আগামী ১৫ ও ১৬ মার্চ দুদিন ব্যাপী “বঙ্গবন্ধু উদ্যোক্তা-২০২৩” মেলার আয়োজন করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ১৫ তারিখ সকাল ৯.৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।  এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলে-২০২০ এর উদ্ধোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। ফাইল ছবি।

এ বিষয়ে বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা এবং ম্যানেজমেন্ট ডে-২০২৩ বাস্তবায়ন কমিটির আহবায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান বলেন, “হব উদ্যোক্তা গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আমরা দ্বিতীয় বারের মতন বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা উদযাপিত হতে যাচ্ছে ৷ তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা এবং তাদের এই উদ্যোগকে জনসাধারণের কাছে পৌছানোই এ মেলার উদ্দেশ্য। আশা করি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আয়োজন পূর্ণতা পাবে।

ফাইল ছবি

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জীবনে সফল হতে হলে তরুণদের পুথিগত বিদ্যার পাশাপাশি ব্যস্তব জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা অতীব জরুরী। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মূল লক্ষ থাকা উচিত, আমরা চাকরি করবো না, চাকরি দিবো৷ শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার মনোভাবকে জাগ্রত করনের লক্ষে গৃহীত এই আয়োজন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলি আমি মনে করি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন লিপি বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সব সময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা। আমরা চাই শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক যারা দেশ ও জাতির উন্নয়নে দারুন ভূমিকা পালন করতে সক্ষম হবে।
প্রসঙ্গত, মেলায় নাগরদোলা, খাবার , পোশাক এবং প্রসাধনীসহ থাকবে তরুণ উদ্যোক্তাদের নানান স্টল। সকাল ৯ টা থেকে রাত ৯ পর্যন্ত চলবে এ মেলা। আয়োজকরা জানান, ম্যানেজমেন্ট ডে উদযাপনের অংশ হিসেবে মেলার প্রথম দিন নাটক ও বিতর্ক প্রতিযোগিতা এবং মেলার দ্বিতীয় দিন দুটি ব্যান্ড এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকাল ৩ টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments