দখিনের সময় ডেস্ক :
রোজা শুরু হবার আগে গরমের সময়ের অন্যতম ফল তরমুজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা তাদের কাছ থেকে পিস হিসেবে তরমুজ কিনে নিয়ে কেজি দরে বিক্রি করায় ক্রেতারা প্রতারিত হচ্ছে।
পাইকারি মূল্য বেশি রাখা এবং বিনা রশিদে বিক্রি করায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। রমজানে এবারও রোজার আগে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি অরাজকতা ফলের বাজারে। পাগলা ঘোড়ায় পরিণত হয় ফলের বাজার। একেকটি তরমুজ বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছশ টাকায়। এর মধ্যে রমজান এলে চাহিদা বেড়ে যায় আরও। ব্যবসায়ীরা যেনো সেই সুযোগের অপেক্ষাতেই ছিলেন।
কারওয়ান বাজারে তরমুজের পাইকারি আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারীরা অভিযোগ করে আড়ত থেকে দাম বাড়ানো হচ্ছে ।তবে,পাইকারি ব্যবসায়ীদের দাবি পরিবহন খরচ বাড়ায় তরমুজের দাম বেড়েছে। তারা জানান, ১৩ টন পণ্যের ভাড়া দিতে হয় ৪০ হাজার টাকা।
তবে, ক্রেতাদের কাছ থেকে বড় বড় অভিযোগের প্রমাণ পেলেও জরিমানা আর বড় হুঁশিয়ারি দিয়ে রমজানে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। তরমুজের পাইকারি বাজারের পাশপাশি কাঁচা বাজারেও অভিযান চলে। একদিনের মধ্যে লেবু শসা ও বেগুনের দাম দ্বিগুনের কাছাকাছি বেড়েছে। এ ব্যাপারেও ব্যবসায়ীদের বড় ধরনে হুঁশিয়ারি দেয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ব্যবসায়ী সমিতি ভোক্তা অধিকারকে আশ্বাস দেন, কারওরান বাজারের নিত্যপণ্যের দাম তারা নিয়ন্ত্রণে রাখবেন।