Home শিক্ষা ক্যাম্পাস ববির শেরে বাংলা হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ববির শেরে বাংলা হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

দখিনের সময় ডেস্ক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে হলটির ২০০৬, ৩০০৫ এবং ৫০০৯ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করেন প্রভোস্ট আবু জাফর মিয়া। এই ঘটনায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করে৷
হলের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কক্ষগুলোতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮ -১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জু সহ তাদের অনুসারীরা অবস্থান করে থাকে। অভিযানকালে কক্ষগুলো থেকে দুই শতাধিক জিআই পাইপ, ১৩ টি রড, দুটি বগি দা এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে এসব অস্ত্র কক্ষগুলোতে মজুদ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো তিনজন আবাসিক শিক্ষার্থী জানান, ২০০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করার পর ৩০০৫ এবং ৫০০৯ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেই কক্ষ দুটি থেকে দেড় শতাধিক জিআই পাইপ, প্রায় ৩০ টি রড ও মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। এসব কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাভিদ এবং মঞ্জু নিয়ন্ত্রণ করতো।
এ ব্যাপারে হল প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ‘ বিকেলে একটি কক্ষ তালা দেবার খবর পেয়ে দ্রুত আমি হলে যাই এবং শিক্ষার্থীদের সামনে ২০০৬ নম্বর কক্ষে প্রবেশ করি। সেখান থেকে ২৫ টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। কক্ষটিতে ২০১৮ – ১৯ শিক্ষাবর্ষের তানজিদ মনজু, তাহমিদ জামান নাভিদ থাকে৷ এরপর আরো দুটি কক্ষে অভিযান চালিয়ে কিছু রড, বগি দা ও জিআই পাইপ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ‘।
অভিযানে মাদকদ্রব্য পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে এই শিক্ষক বলেন, ‘ একটি কক্ষ থেকে কিছু মাদক সদৃশ জিনিস পাওয়া গেছে। আমার আসলে সেগুলো সম্পর্কে ধারণা নেই৷ তবে শিক্ষার্থীরা বলছে সেগুলো গাঁজা’৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোলায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ আম্মা পরিষদের পক্ষ থেকে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

পদ্মা ব্রিজ হওয়ার আগে বরিশাল-ঢাকা করতাম লঞ্চে। সেই পাট চুকে গেছে। নৌ-পথের পাট চুকিয়ে এখন সড়ক পথই ভরসা। সরকারি লোকদের ফ্রিস্টাইল দুর্নীতি এবং মালিকপক্ষের...

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দখিনের সময় রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়  বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়...

Recent Comments