Home বরিশাল বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মোঃ আনিসুর রহমানকে তার দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ জুন) রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর এর এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ মো. আনিছুর রহমানকে সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে এবং শতভাগ মিথ্যা কথা প্রচার করায়, তাকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’
প্রসঙ্গত, রোববার (৪ জুন) দুপুরে ধান গবেষণা সড়কের নিজ বাড়িতে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করতে হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা দিয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ বলে দাবি করেন শরীফ মো. আনিছুর রহমান। এসময় আনিছুর রহমান আরও বলেন, ঢাকা বসে হাতপাখাকে ৩ কোটি টাকা দিয়েছেন এবং আমরা যে ১০ জন কাউন্সিলর রয়েছি তার প্রতিটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী তিনজন করে প্রার্থী দিয়েছেন—তাদের নির্বাচনী খরচ ৩০ লাখ টাকা ইতোমধ্যে পেমেন্ট হয়ে গেছে। এসব করেছেন যাকে আমরা রাজনৈতিক অভিভাবক বলি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহ। মহানগর আওয়ামী লীগের এই সদস্য বলেন, আমাদের অভিভাবক (আবুল হাসানাত) বিএনপি নেতা এবায়দুল হক চাঁনের কাছেও গিয়েছিলেন ৫কোটি টাকা নিয়ে। চাঁন ভাই না বলেছেন।
তার এই বক্তব্যের বিষয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু গণমাধ্যমকে বলেন, কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান মহানগর আওয়ামী সদস্য। আমি মনে করছি তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সারাজীবন যে মানুষটির আশ্রয়ে থেকেছেন তাকে নিয়ে এমন অসংলগ্ন কথা প্রমাণ করে আসলে তিনি নিজেকে জাহির করতে এসব বলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক: চরমোনাই পীর

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল...

স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে ২৮ এপ্রিল, বন্ধ থাকবে অ্যাসেম্বলি

দখিনের সময় ডেস্ক: তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর...

দাবদাহে সক্রিয় হয় বিষাক্ত সাপ

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, তা নয়। একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয়...

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। রৌদে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও...

Recent Comments