Home অন্যান্য করোনা ভাইরাস করোনা: শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

করোনা: শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ছয় জন রোগী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এক জন ও আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচ জন রোগী রয়েছেন।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী পাঁচ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক। এদিকে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ১১ জন রোগী ভর্তি হয়েছে ও ৩০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এ দুটি ওয়ার্ডে রোগী রয়েছেন ১২৫ জন, যার মধ্যে করোনা ওয়ার্ডে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে তিন হাজার ৯১৭ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ১৮৯ জন। মোট রোগীর মধ্যে তিন হাজার ২১৫ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন, যার মধ্যে শুধু করোনার রোগী ছিলেন ৯৭৩ জন।

আর এ হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ১৬৯ জন করোনা ওয়ার্ডে ও ৪০৮ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন। এছাড়া মৃতুবরণকারী ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল নগরেরই ২২ জন। অর্থাৎ জেলায় মোট নতুন শনাক্তের মধ্যে তিনভাগের দুইভাগেরও বেশি বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
আর মোট আক্রান্তের মধ্যে সকলেই বাড়িতে রয়েছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে ছয় জন হাসপাতালে এবং ১৩ জন বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ছয় হাজার ৩৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৭৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ জেলায় এ পর্যন্ত তিন হাজার ২৩২ জনের বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মাত্র ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments