Home বরিশাল বরিশাল মেডিকেলে ছাত্রীকে র‍্যাগিং, হামলার শিকার সাংবাদিকেরা

বরিশাল মেডিকেলে ছাত্রীকে র‍্যাগিং, হামলার শিকার সাংবাদিকেরা

দখিনের সময় ডেস্ক:
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে র‍্যাগিংয়ের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগ শিক্ষক-কর্মচারিদের বিরুদ্ধে। শনিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।আহতরা জানান, মেডিকেলের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়েছেন-এমন খবরে ভুক্তভোগীর বক্তব্য নিতে যান তারা। সেখানে কাথা কাটাকাটির জেরে সাংবাদিকদের ওপর হামলা চালান কলেজের শিক্ষক ও কর্মচারিরা।
এসময় কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক ডা বাকি বিল্লাহ, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা প্রবীর কুমার সাহা সাংবাদিকদের উপর চড়াও হলে ৫ জন গণমাধ্যমকর্মী আহত হয়। হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, ক্যামেরা পারসন রুহুল আমিন, সময় টেলেভিশনের জুনিয়র রিপোর্টার শাকিল মাহমুদ, এশিয়ান টিভি’র বরিশাল প্রতিনিধি ফিরোজ মোস্তফাসহ আরও একজন।
পরে সাংবাদিকরা কলেজ অধ্যক্ষের কক্ষে অবস্থান নেন। এরপর বরিশালের সাংবাদিকরা অধ্যক্ষের অফিস ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পর পুলিশ, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্দের সাথে সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সেখান থেকে তাদের বের করে দিয়ে, ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখা হয়। এ নিয়ে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বরিশালের সিনিয়র সাংবাদিকরা।
সেখানে, হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার। তিনি জানান, শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে একটি কমিটি। কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, দুদিন আগে ৫০তম ব্যাচের নীলিমা হোসেন জুঁইসহ কয়েকজন তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে র‌্যাগ দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনার অভিযোগ দিতেই ওই ছাত্রী অধ্যক্ষের কাছে গিয়েছিলেন। সেসময়ই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments