Home শীর্ষ খবর পুলিশকে বৃক্ষ বিবেচনা করে ভাবতে হবে

পুলিশকে বৃক্ষ বিবেচনা করে ভাবতে হবে

পানির পাম্পের একটি বিজ্ঞাপনের জিঙ্গেল, ‘পানি নিয়ে ভাবনা, আর না আর না’। কিন্তু বাস্তবতা হচ্ছে, পানি নিয়ে ভাবার আছে, ভাবতে হবে। পানির মতো সমান গুরুত্ব দিয়ে ভাবতে হবে পুলিশ নিয়েও। এ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছেন, ভেবেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। তাঁরা ভেবেছেন গভীরভাবে। ভেবেছেন আরও অনেকে এবং ভাবছেন। তবে সব ভাবনাই যেন ভাসাভাসা। এ বিষয়ে গবেষণারও অন্ত নেই। তবে এসব ভাবনা ও গবেষণার সিংহভাগই পুলিশের কর্মকাণ্ডের প্রভাব নিয়ে। বৃক্ষ বাদ দিয়ে ফুল ও ফল নিয়ে ভাবনার মতো।
এ ভাবনা মোটেই অবান্তর নয়। কিন্তু প্রথমে জরুরি হচ্ছে, খোদ পুলিশ নিয়ে ভাবা। ফুল ও ফল পেতে হলে যেমন আগে বৃক্ষ নিয়ে ভাবতে হয়, তেমনই পুলিশকে বৃক্ষ বিবেচনা করে মূল থেকে ভাবতে হবে। যেমন ভেবেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রবীন্দ্রনাথ ভেবেছেন নিরাপদ দূরত্বে থেকে। আর বঙ্গবন্ধু ভেবেছেন সম্পৃক্ত হয়ে, মূল থেকে; নিজের বিবেচনা করে। যে কারণে দুজনের ভাবনার প্রকাশ ঘটেছে দুই ভাবে। তবে ভাবনার মূল কথাটি এক ও অভিন্ন। তাঁরা পুলিশকে বৃক্ষ হিসেবেই বিবেচনা করেছেন।
রবীন্দ্রনাথ পুলিশ প্রসঙ্গে কাব্যে ও গদ্যে তাঁর ভাবনা প্রকাশ করেছেন। পুলিশের প্রতি সে সময়কার চিন্তা, আশা, বিতৃষ্ণা ও অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে রবীন্দ্ররচনায়। পুলিশের কঠোর সমালোচনার পাশাপাশি পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার পুলিশ ছাড়া সাধারণ মানুষের যে গত্যন্তর নেই, তা-ও তিনি উপলব্ধি করেছিলেন। তা ছাড়া সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশেরও যে পরিবর্তন ঘটবে তা-ও তুলে ধরেছেন বিশ্বকবি। তাঁর বিবেচনায়, সমাজব্যবস্থার জটিল কাঠামোর মধ্যে যে সমন্বয় প্রয়োজন তা রক্ষায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে পুলিশ। যুগে যুগে মানুষের রক্ষক হিসেবে পুলিশের যে ভূমিকা তা-ও বিভিন্ন আঙ্গিকে ফুটে উঠেছে রবীন্দ্ররচনায়। আবার বাদ পড়েনি সেই প্রসঙ্গ, ‘রক্ষক অনেক সময় ভক্ষকের ভূমিকা নেয়’। নিজের জীবনে পুলিশের সঙ্গে কবিগুরুর বিভিন্ন ঘটনাও পুলিশ সম্পর্কে তাঁর ভাবনা প্রভাবিত করেছে। পুলিশকে নিয়ে অনেকেরই যে চিরায়ত ভীতিকর ধারণা, তার একটি প্রতিচ্ছবি কবিগুরুর পূরবী কাব্যগ্রন্থে রয়েছে, ‘ঘরের খবর পাইনে কিছুই, গুজব শুনি নাকি/কুলিশপাণি পুলিস সেথায় লাগায় হাঁকাহাঁকি।/ …সিমলে নাকি দারুণ গরম শুনছি দার্জিলিঙে,/নকল শিবের তাণ্ডবে আজ পুলিস বাজায় শিঙে।’
এদিকে ‘দেশনায়ক’-এ রবীন্দ্রনাথ লিখেছেন, ‘ঘরে আগুন লাগিলে কি পুলিসের থানাতে খবর পাঠাইয়া নিশ্চিন্ত থাকিবে। ইতোমধ্যে চোখের সামনে যখন স্ত্রী-পুত্র পুড়িয়া মরিবে তখন দারোগার শৈথিল্য সন্বন্ধে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করিবার জন্য বিরাট সভা আহ্বান করিয়া কি বিশেষ সান্ত্বনা লাভ করা যায়?’ পুলিশকে ঘুষ দেওয়ার রেওয়াজের বিষয়টিও উঠে এসেছে রবীন্দ্রনাথের ‘আত্মপরিচয়’-এ। সেখানে তিনি লিখেছেন, ‘পুলিস দারোগা যদি ঘুষ লইয়া বলপূর্বক অন্যায় করে তবে দুর্বল বলিয়া আমি সেটাকে হয়তো মানিতে বাধ্য হইতে পারি কিন্তু সেইটাকেই রাজ শাসনতন্ত্রের চরম সত্য বলিয়া কেন স্বীকার করিব?’ পুলিশের ঘুষ নেওয়ার মূল কারণ হিসেবে বিশ্বকবি আসলে শাসনব্যবস্থাকেই দায়ী করেছেন। এদিকে রবীন্দ্রনাথ যে তাঁর লেখায় পুলিশ সম্পর্কিত শুধু নেতিবাচক দিকগুলোই ফুটিয়ে তুলেছেন, তা কিন্তু নয়। বরং তাঁর লেখায় পুলিশ সম্পর্কে ফুটে উঠেছিল অনেক ইতিবাচক দিক। মানুষের প্রয়োজনে, বিপদে-আপদে যেভাবে পুলিশকে দেখতে পাওয়া যায়।
কবিগুরুর সাহিত্যকর্মে রয়েছে তার অগণিত উদাহরণ। পুলিশ যে কোনো ব্যক্তিকে দেয় সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা। এমনকি পুলিশের কর্মের জন্যই রাষ্ট্রযন্ত্র নিশ্চিন্তে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্তার ইচ্ছায় কর্ম’ প্রবন্ধ যেন এরই এক নান্দনিক প্রকাশ। এদিকে ঔপনিবেশিক পুলিশ অধিকাংশ ক্ষেত্রে ছিল জনবিরোধী। স্বভাবতই তখন পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল তীব্র। রবীন্দ্রনাথও প্রায়ই সেই ক্ষোভের প্রকাশ করেছেন। পাশাপাশি পুলিশের চাকরি বা ক্ষমতাকে জনসেবা করার বড় সুযোগ হিসেবেও দেখেছেন রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির দুটি চুরির মামলার কিনারা করায় খুশি হয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন,  ‘মিশনারিদের অপেক্ষা পুলিশের জনসেবার সুযোগ বেশি।’
# বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত ৮ অক্টোবর ২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments