Home বরিশাল বরিশাল ৫: বেলা বাড়ার পরেও ভোটারের উপস্থিতি কম!

বরিশাল ৫: বেলা বাড়ার পরেও ভোটারের উপস্থিতি কম!

স্টাফ রিপোর্টার:
রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালে ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পরপরই বরিশাল সদর উপজেলায় ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। তিনি চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরার একটি কেন্দ্রে ভোট প্রদান করেন।
সকাল সাড়ে ৮ টার দিকে কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে  ভোটারদের ভোট প্রদানের বাধা দেওয়ার অভিযোগ করেন ট্রাক প্রতিকের সমর্থক সুলতান মেম্বার। এদিকে নগরীর বটতলা এলাকায় নব আদর্শ স্কুল ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯ টার দিকে ভোট প্রদান করেছেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (অবঃ) কর্নেল জাহিদ ফারুক শামিমের।
এদিন সকাল ৮ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বরিশাল -৫ আসনে বরিশাল নগরী বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, অমৃতলাল দে কলেজ, কাউনিয়া প্রধান সড়ক সংলগ্ন মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়, সদর রোডের অশ্বিনী কুমার হল, শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়, শায়েস্তাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল। আর এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের অবস্থা খুবই কম। তবে কেন্দ্রের আশেপাশে নৌকার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরারমতো।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পুরো জেলায় নির্বাচনি নিরাপত্তায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস এবং বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও মনিরুল ইসলাম সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন।
অপরদিকে জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। যারা ৮২৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশের সদস্যরা।
যার মধ্যে প্রতি আসনে র‌্যাবের ২টি করে ১২টি টহল টিম, মেট্রোপলিটন এলাকায় বিএমপি পুলিশের ১ হাজার ২৮০ জন সদস্য এবং জেলায় জেলা পুলিশের ২ হাজার ১৭৩ জন সদস্য নিয়োজিত রয়েছেন।
এ ছাড়া ১০ হাজার ৯২ জন আনসার সদস্যের মধ্যে ভোটকেন্দ্রে ৯ হাজার ৯২৪ জন, সেনাবাহিনীর ৬০৮ জন, বিজিবির ১৭ প্লাটুন, কোস্টগার্ডের ১৫৯ জন নিয়োজিত রয়েছে। যার মধ্যে কোস্টগার্ড নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জের ১০টি ইউনিয়নে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments