Home বরিশাল স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট কেনার দায়ে আওয়ামী লীগ নেতার জেল

স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট কেনার দায়ে আওয়ামী লীগ নেতার জেল

দখিনের সময় ডেস্ক:
বরিশালে স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট কেনার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জানুয়ারি) রাতে বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদকে এ কারাদণ্ড দেওয়া হয়।এসময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি বরিশাল-৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সমর্থক বলে জানিয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী। তিনি বলেন, “২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে ভোটারদের প্রলুব্ধ করছেন বলে অভিযোগ পাওয়া যায়। এজন্য তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল আলিম বলেন, গতকাল রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড মদিনা মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  মঞ্জুর মোর্শেদকে ট্রাক প্রার্থীর পক্ষে ভোট কেনার টাকা এবং লিস্ট সহ এলাকার স্থানীয় সচেতন জনগনকে সাথে নিয়ে তাকে ধরে ফেলি। পরবর্তীতে আমরা গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেই। একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নৌকার বিপক্ষে এমন কাজ অত্যন্ত নিন্দনীয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

Recent Comments