গুলিস্থান-গাজীপুর রুটে বিআরটি লেনে বিআরটিসির এসি বাস
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ১৩:৫৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে ঢাকা-গাজীপুর-ঢাকা রুটে এসি চালাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ওই রুটটি সম্প্রসারিত আকারে শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে ঢাকার গুলিস্তান থেকে চালানো হবে। আরও বলা হয়, গুলিস্থান জিরো পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাতায়াত করবে। এই পথে বাসগুলো— গুলিস্থান, শাহবাগ, ফার্মগেইট, এয়ারপোর্ট, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী (গাজীপুর) থামবে।