• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহ কী বলেছেন?

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ণ
হাসনাত আব্দুল্লাহ কী বলেছেন?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে।
তার মতে, “ফ্যাসিবাদবিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র-জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেলো ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে।”
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মি. আব্দুল্লাহ লেখেন, “…বিএনপি এ কথা ভুলে গেলো, গণ-অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট-সত্তরভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি।”
‘নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত’ হলে ‘ঠিক এ কারণেই’ বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখেছে বলে মনে করেন তিনি।
“গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো ১/১১ সরকারের ফর্মূলার আলাপ নিয়ে। ওদিকে অন্তর্র্বতী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বললো, এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের নেই,” যোগ করেন হাসনাত আব্দুল্লাহ।
খবর সূত্র: বিবিসি বাংলা