• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আগে লড়াই থামবে না: জামায়াত আমির

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ১৬:১৬ অপরাহ্ণ
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আগে লড়াই থামবে না: জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘উন্নয়নের নামে বর্তমান সরকার দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের বাংলার মাটিতে কোনো স্থান হবে না। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’ শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘১৯৭২ থেকে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে, নির্যাতন করেছে, তাদের তালিকা জনগণের সামনে প্রকাশ করতে হবে। আমি অপরাধী হলে আমার নামও সেই তালিকায় থাকুক। বাংলাদেশের মানুষ জানতে চায় কারা প্রকৃত অপরাধী। আওয়ামী লীগ সব সময় অমুসলিম ভাইদের ঘরবাড়িতে হামলার পেছনে আমাদের নাম জড়ায়, অথচ তারাই এসব ঘটনার সঙ্গে জড়িত। যারা আল্লাহকে ভয় করে, তাদের হাতে সবার জীবন, সম্পদ এবং সম্মান নিরাপদ।’
তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য বিষয় নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ফ্যাসিস্ট সরকারের কারণেই বন্ধ রয়েছে। এ সরকারের পতনের পরই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। সব ধর্ম, সম্প্রদায়, ও রাজনৈতিক দলের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানাই। ক্ষমতায় গেলে সমতার ভিত্তিতে দেশের সব জেলার উন্নয়ন নিশ্চিত করা হবে।’ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা জামায়াতের শীর্ষ নেতারা এবং জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।