নাটোরের গুরুদাসপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এবং ১০নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকাল ৭টার দিকে নয়াবাজার এলাকায় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি ফলবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ফাঁকা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফলবোঝাই ট্রাকের যাত্রী শাহীন আলম ঘটনাস্থলেই প্রাণ হারান।
অন্যদিকে, ভোর ৪টার দিকে ১০নং ব্রিজ এলাকায় একটি দ্রুতগতির বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হন। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন এবং রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মহাসড়কে এমন দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সচেতনতা এবং নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।