অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই গুজব নিয়ে মন্তব্য করেন এবং জনগণকে এসব নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসব ভিত্তিহীন কথায় কান দেবেন না। আমরা সবাই ভালো আছি এবং আমাদের দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ।” তার এই বার্তার মাধ্যমে চলমান বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশ ছেড়েছেন বলে গুজব ছড়ানো হয়। বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো এই অপপ্রচারকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক দাবি করে আসিফ নজরুল বলেন, “গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।”