জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য ট্রাম্পের দেয়া আদেশ স্থগিত হয়েছে
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ১৯:৫১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময ডেস্ক
জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে স্থগিতাদেশ জারি করেছে একটি মার্কিন ফেডারেল আদালত। বেশ কিছু রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আদালত এই আদেশ দেয়, যা ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় বড় ধরনের বাধা হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সংবিধান অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সংরক্ষিত। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় এটি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শপথ নেওয়ার পরই একটি নির্বাহী আদেশ জারি করেন। তবে এটি নিয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনা শুরু হয়। ডেমোক্র্যাট পার্টি-নেতৃত্বাধীন ২২টি রাজ্য এবং সান ফ্রান্সিসকো ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ বহু জায়গা থেকে এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।
ওয়াশিংটনে শুনানি চলাকালে সিনিয়র ডিস্ট্রিক্ট জজ জন কগেনর ট্রাম্পের আদেশকে “নির্লজ্জভাবে অসাংবিধানিক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে বিচার বিভাগের অংশ হিসেবে এমন আরেকটি মামলার নজির দেখিনি।” আদালতের সিদ্ধান্তে এই আদেশ ১৪ দিনের জন্য স্থগিত থাকবে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।