দখিনের সময ডেস্কঃ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় এনজিও সংস্থা আশা। তাদের প্রোগ্রাম বিভাগে নতুন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
নিয়োগ দেওয়া হবে “ম্যানেজমেন্ট ট্রেইনি” পদে, মোট ৫ জন। আবেদনকারীদের এমবিএ অথবা স্নাতকোত্তর (অর্থনীতি, ডেভেলপমেন্ট স্ট্যাডিজ, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৪ বছর। কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থানে।
বেতন ও সুবিধা
এ পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫৭,৯০০ টাকা। বেতনের পাশাপাশি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ডের মতো সুযোগ-সুবিধা পাবেন। যারা নতুন কর্মজীবনে যোগ দিতে চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক সুযোগ।আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন এবং এই চমৎকার সুযোগ কাজে লাগান!