• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার ও ব্যক্তির লালশায় দানব হয়ে ওঠে র‌্যাব

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ণ
সরকার ও ব্যক্তির লালশায় দানব হয়ে ওঠে র‌্যাব
সংবাদটি শেয়ার করুন...
সরকার ও ব্যক্তির লালশায় দানব হয়ে ওঠে র‌্যাব
যাত্রার কি অল্প সময়ের মধ্যেই ক্ষমতাসীনদের শাসন বহাল রাখা এবং বিভিন্ন ব্যক্তির লালসায় জর্জরিত হয়ে ‘ক্রসফায়ার’ কাণ্ড ঘিরে র‌্যাবের দানবীয় ইমেজ প্রতিষ্ঠিত হয়ে যায়। এলিট এ বাহিনীটি তীব্র সমালোচনার মুখে পড়ে। যে অবস্থা থেকে উত্তরণের বদলে হাসিনা সরকার আমলে আরও ভয়ংকর হয়ে ওঠে র‌্যাব। দ্রুত এলিট এ বাহিনীটি তীব্র সমালোচনার মুখে পড়ে। যে অবস্থা থেকে উত্তরণের বদলে হাসিনা সরকার আমলে আরও ভয়ংকর হয়ে ওঠে র‌্যাব।
কথিত ‘ক্রসফায়ার’ যেন একসময় অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়। তখন থেকেই বিদেশিদের নজরে আসতে থাকে এ বাহিনী। ২০০৫ সালে ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যে তারবার্তা পাঠিয়েছিলেন, সেখানে র‌্যাবের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এদিকে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান পুরুষ প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ‘কোনো র‌্যাব সদস্য বিশৃঙ্খলা করলে, তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।’ এ হুঁশিয়ারিতে র‌্যাব কিছুটা সংযত হলেও তা ছিল রংধনুর মতোই ক্ষণস্থায়ী। পরবর্তীকালে আওয়ামী শাসনামলে র‌্যাব হয়ে ওঠে চরম রক্তপিপাসু মূর্তমান এক দানব!
মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী, শুরু থেকে বিএনপির ক্ষমতার মেয়াদ ২০০৬ সালে শেষ হওয়া পর্যন্ত র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৮০ জন নিহত হয়েছে। আর আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর ধারাবাহিক একাধিক মেয়াদে র‌্যাব ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার দ্বারা কথিত ক্রসফায়ারে অন্তত ৬০০টি হত্যাকাণ্ড এবং ছয় শতাধিক লোকের নিখোঁজের খবর পাওয়া গেছে। এদিকে র‌্যাবের বিরুদ্ধে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের অভিযোগ ব্যাপক প্রচার পায় ২০১৪ সালে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায়। অভিযোগ আছে, অর্থের বিনিময়ে এ খুন করানো হয়েছে। এরপর র‌্যাবের বিরুদ্ধে সমালোচনা অধিকতর জোরালো হয় ২০১৮ সালে টেকনাফে পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হক নিহত হওয়ার ঘটনায়। সেই হত্যাকাণ্ডের প্রাক্কালে অডিও রেকর্ড প্রকাশিত হওয়ার পর সারা দেশের মানুষ র‌্যাবের ওপর সংক্ষুব্ধ হয়ে ওঠে।
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ৩১ জানুয়ারি ২০২৫, শিরোনাম, ‘র‌্যাব যদি বিলুপ্ত হয়’
আগামী কাল, ‘‘মন ভালো না, আমার দিল ভালো না…’