• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বললেন মির্জা আব্বাস

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১৯:৪০ অপরাহ্ণ
কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বললেন মির্জা আব্বাস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, “কোনো ভদ্রলোক আওয়ামী লীগে কাজ করে না।” তিনি বলেন, “এটি কোনো সভ্য ভালো লোকের কাজ নয়, বরং শয়তানদের কাজ।” মির্জা আব্বাস আরও দাবি করেন, এমন ধরনের লোক প্রতিটি প্রতিষ্ঠানে রয়েছে, তাদের চিহ্নিত করে ধরার আহ্বান জানান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় মির্জা আব্বাস বলেন, “আজকাল সংস্কারের কথা বলে একদল লোক পাগল হয়ে গেছে। সংস্কার কোনো ঘোষণার মাধ্যমে হয় না, এটা একটি চলমান প্রক্রিয়া।” তিনি যুক্ত করেন, যদি কোনো চক্রান্ত না থাকে, তবে ডিসেম্বরেই নির্বাচন হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “অশুভ শক্তির কোনো কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি।” মির্জা আব্বাস আরও মন্তব্য করেন, নির্বাচন এলে বিএনপিই একমাত্র দল যা নির্বাচনে অংশ নেবে, অন্য কেউ আসবে না। “নির্বাচন এলে তারা নাকে খত দিয়ে আসবেন, কারণ বিএনপি নির্বাচনে যাবে,” বলে মন্তব্য করেন তিনি।