• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের আইনশৃঙ্খলা নিয়ে এবার আজহারির স্ট্যাটাস

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ণ
দেশের আইনশৃঙ্খলা নিয়ে এবার আজহারির স্ট্যাটাস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক
সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে মন্তব্য করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আলোচিত ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে আজহারি লেখেন, সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিন্তিত।
সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি লেখেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। স্ট্যাটাসের শেষাংশে তিনি নিরাপদ জনজীবন ও জনমনে স্বস্তি ফিরে আসুক এমন কামনা করেন। মিজানুর রহমান ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসাশিক্ষক। তার পরিবারে মা-বাবা ও এক ভাই রয়েছে।
মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল, ২০০৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন।
মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্র্যাজুয়েশন শেষ করেন।