Home Uncategorized লজ্জা কেনো পাবে কন্যা!

লজ্জা কেনো পাবে কন্যা!

কানিজ নুসরাত :

কন্যাশিশু, মেয়ে, মা  – এই ধারাবাহিকতায় প্রত্যেককে পার হতে হয় অনেকগুলো ধাপ। যার মধ্যে সবথেকে গুরুত্ববহ শৈশবের সিড়ি পাড় করে কৈশর বা যৌবনে উন্নিত হওয়া। এই সময়েই শারীরিক এবং মানসিকভাবে সবথেকে বেশি পরিবর্তনের সম্মুখীন হতে হয় কন্যাসন্তানদের। যার মধ্যে সবচেয়ে বেশি গুরত্ব বহন করে মাসিক। মেয়ে থেকে মা হওয়ার ও প্রথম এবং প্রধান শর্ত মাসিক হওয়া । মাসিক এবং শারীরিক পরিবর্তনের ফলে মানুষের বাকা চাহনি, কটু কথা এমনকি নিপিড়নের মুখেও পরতে হয় আমাদের দেশের কন্যাদের। বন্ধুদের সাথে মিশতে না দেয়া, পছন্দের খাবার খেতে না দেয়া, খেলাধুলা করতে না দেয়া, এমন কি কখনো কখনো একঘরে করে রাখা হয় মাসিককালীন সময়ে ।

আমরা ভুলেই যাই এই মাসিক না হলে কখনো মা হওয়া বা সন্তান জন্মদানের মাধ্যমে মানুষ জাতিকে টিকিয়ে রাখা সম্ভব নয় । মাসিক নিয়ে অনেক ভুল ধারনা বা কুসংস্কার রয়েছে আমাদের দেশে । এ বিষয় সকলের সঠিক তথ্য জানা খুবই প্রয়োজন। কন্যা সন্তানের সঠিক সময় মাসিক হওয়া তার শারীরিক আর মানসিকভাবে বেড়ে ওঠার পূর্ব শর্ত। মাসিককালীন স্বাস্থ্য ব্যাবস্থাপনা সম্পর্কে জানা প্রতিটা কন্যা সন্তানের অধিকার। মাসিক শুরু হলে ভয় বা লজ্জা না পেয়ে পরিবারেরে বড় কোনো নারী সদস্যকে জানাতে ও পরামর্শ  নিতে হবে। বড়দেরও কর্তব্য ছোটোদের এ বিষয় আগে থেকে জানানো । পরিবারের পুরুষ সদস্যদেরও রয়েছে সমান দায়িত্ব। আমাদের দেশের জিডিপিতে নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

কিছু কিছু শিল্প টিকে রয়েছে কেবলমাত্র নারীর হাত ধরে। অথচ তারা মাসিকের মতো গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে সঠিক ভাবে জানে না। আমাদের দেশের গ্রামগুলোতে মাসিক স্বাস্থ্য নিয়ে কখনো নারীদের সচেতন করা হয় না । কমিউনিটি ক্লিনিকে জন্মনিয়ন্ত্রণ বড়ি বিনামূল্যে দেয়া হলেও প্যাড দেয়া হয় না। মাতৃত্বকে যেভাবে আমাদের  সমাজে রাষ্ট্রে বরণ করা হয়, মাসিককে না। মাসিক নিয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে ২০১৩ সালে মাসিক স্বাস্থ্য দিবস উদযাপনের উদ্যোগ নেয় ওয়াশ ইউনাইটেড। ২০১৪-এর ২৮শে মে প্রথমবারের মত সারা বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্য দিবস পালিত হয় । তারই ধারাবাহিকতায় নারীর সুস্বাস্থ্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় প্রতিবছর ২৮মে  পালিত হয় মাসিক স্বাস্থ্য দিবস। সুস্থ্য কন্যা,স্বাভাবিক মাসিক,নিরাপদ মাতৃত্ব, আগামীর সমৃদ্ধ দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments