• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দোষী হলে আবদুল হামিদ শাস্তি পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ণ
দোষী হলে আবদুল হামিদ শাস্তি পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে করা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে তিনি দোষী হলে শাস্তি পাবেন আর নির্দোষ হলে ছাড়া পাবেন। সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশ স্টেশন পরিদর্শন শেষে  এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাকে (সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ) বিদেশে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় তিন উপদেষ্টা তদন্ত করছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা (পুলিশ কর্মকর্তা) নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে।
আড়াইহাজারের ডাকাতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক ও ডাকাতির ব্যাপারে আপনারা জনগণকে সচেতন করবেন। ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। আড়াইহাজার কিন্তু ডাকাতকবলিত এলাকা। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কী ছিল তা আপনারা জানেন। এখন অর্থনীতি অবস্থা ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২শ গাড়ি ক্রয় করছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি কেনা হবে।