ফুল, ফল, সব্জি, ডাল, তেলবীজ-সহ প্রায় সব শস্য তৈরিতে বিশেষ ভূমিকা রাখে মৌমাছি। বেশ কিছু গবেষণা অনুযায়ী, মৌমাছি রয়েছে বলেই পৃথিবী চলছে। কারণ একমাত্র এই কীট প্রত্যক্ষ ভাবে চাষের সঙ্গে যুক্ত। গবেষকেরা বলেন, বিশ্বে মোট ফসলের প্রায় ৭৫ শতাংশের পরাগায়ণ নির্ভরশীল মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের উপর। গবেষণা অনুযায়ী মৌমাছি-শূন্য হলে পৃথিবীও ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে।
বিশ্ব জুড়ে বিলুপ্তির পথে কীটপতঙ্গ। প্রজাপতি থেকে শুরু করে মৌমাছি, ভীমরুল, বোলতা— কোনও কিছুই আর আগের মতো চোখে পড়ে না। কিন্তু পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে মৌমাছির মতো কীটকে বেঁচে থাকতেই হবে। বংশবিস্তারও করতে হবে। গবেষণা অনুযায়ী, মৌমাছি থাকলে ফসলের উৎপাদন গড়ে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। কিন্তু যে হারে কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে এবং কৃত্রিম উপায়ে চাষ চলছে তাতে মৌমাছিদের আর গ্রামে দেখা যায় না বললেই চলে। এর ফলে চিন্তা বাড়ছে পতঙ্গবিদদের।
কৃষিক্ষেত্রে কীটনাশক (বিশেষত নিকোটিনয়েডস) ব্যবহারে মৌমাছির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে মৌমাছির দিক চিনতে সমস্যা হয়। তারা আর মৌচাকে ফিরতে পারে না। বিষাক্ত ফুলের মধু খেয়ে অনেক মৌমাছি মারাও যায়। এক ফসলের জমি বার বার চাষ করায় মৌমাছির খাবারের বৈচিত্র কমে যায়। রাসায়নিক ভাবে প্রক্রিয়াজাত ফুলে পরাগরেণুর গুণমান কমে যায়, ফলে মৌমাছির পুষ্টি কমে। গবেষণা অনুযায়ী এই সব কারণে দ্রুত বিলুপ্তির পথে এগোচ্ছে মৌমাছি।
এ ছাড়াও জলবায়ু পরিবর্তন এবং যুদ্ধকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। তাপমাত্রা বেড়ে গেলে মৌমাছির স্বাভাবিক জীবনচক্রে সমস্যা হয়। অস্বাভাবিক বৃষ্টি, খরা বা ঝড় ফুল ফোটার সময় নষ্ট করে দেয় তখন মৌমাছির খাবার কমে যায়। প্রচণ্ড তাপপ্রবাহ চললেও মৌমাছির ‘ফাঙ্গাল ইনফেকশনের’ মতো নানা রোগ হয়। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ, আগুন, রাসায়নিক অস্ত্র ব্যবহারেও মৌমাছি ক্ষতিগ্রস্ত হয় বলে মত বিশেষজ্ঞদের।
গ্রামে যে হেতু রাসায়নিক সার ব্যবহার করে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে তাই মৌমাছি প্রজাতিও গ্রাম ছেড়ে শহরে বাসা বাঁধছে। বিজ্ঞানীদের মতে, মৌমাছি এখন শহরে বেশি নিরাপদ বোধ করছে, তাই সেখানেই চাক বাঁধছে। বহুতল, পার্ক, বাড়ির বাগান, বড় গাছের গোড়াকে নিরাপদ আশ্রয় ভেবে চাক বাঁধতে শুরু করেছে মৌমাছি। কিন্তু এখানেও বিপত্তি আছে। সাধারণ মানুষ এখনও মৌমাছি বাঁচিয়ে রাখার গুরুত্ব সে ভাবে উপলব্ধি করে উঠতে পারেনি। তাই বাড়ির আশপাশে মৌচাক দেখলেই তা ভেঙে দেন। এর ফলে শুধু যে মৌচাক নষ্ট হয় এমনটা নয়, বহু মৌমাছি মারাও যায়।
মৌমাছি যদি বংশবিস্তার না করতে পারে তা হলে একটা সময়ের পর পৃথিবী বলে আর কিছু থাকবে না বলে মনে করেন বিজ্ঞানীদের একাংশ। বিজ্ঞানীদের একাংশের দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েকশো বছরের মধ্যেই পতঙ্গশূন্য হয়ে পড়বে গোটা পৃথিবী, যার মারাত্মক প্রভাব পড়বে মানুষের উপর। এমনকি সেই পরিস্থিতি মানব সম্প্রদায়কে বিলুপ্তির পথেও নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
আন্তর্জাতিক স্তরেও মৌমাছি সংরক্ষণে নানা পদক্ষেপ করা হচ্ছে। ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জ ২০ মে দিনটিকে ‘বিশ্ব মৌমাছি দিবস’ হিসাবে ঘোষণা করেছে। মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গর গুরুত্ব তুলে ধরতে এবং তাদের সংরক্ষণের উদ্দেশ্যেই বিশেষ দিন বাছা হয়েছে। ফাও (ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন অফ দ্য ইউনাইটেড নেশনস্) এবং সিবিডি (কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি) মিলিত ভাবে একটি নির্দেশিকা তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘পরাগরেণু-বান্ধব চাষের নির্দেশিকা’।
নির্দেশিকায় কীটনাশক ব্যবহার কমানো, একজাতীয় ফসলের বদলে বৈচিত্রময় ফসল ফলানোর বিষয়ে পরামর্শ রয়েছে, যাতে মৌমাছির জন্য খাবার ও আশ্রয় বাড়ে। জমির চারপাশে বা মাঝখানে ‘ফুলের দালান’ তৈরি করতে হবে। জলাধার এবং ঝোপঝাড় সংরক্ষণ করে মৌমাছির জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। জৈব চাষের উপর জোর দেওয়া হয়েছে।
মৌমাছি না থাকলে ধীরে ধীরে পৃথিবীও যে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তা বেশ কিছু বছর ধরেই বুঝতে পেরেছিলেন পরিবেশবিদেরা। তাই মৌমাছির মতো কীটপতঙ্গ সংরক্ষণে গবেষণা হয়ে চলেছে নিরন্তর। কৃষিবিদ থেকে সাধারণ মানুষ, পরিবেশ রক্ষা, ফসল চাষের স্বার্থে সকলকেই এগিয়ে আসার বার্তা হামেশাই দিয়ে থাকেন নানা পরিবেশবিদ।