মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরতে গিয়ে ৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৮ অক্টোবর) ভোরে বোরহানউদ্দিন উপজেলায় ৬ জন এবং বিকেলে চরফ্যাশনে ২ জন জেলেকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটককৃতদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করা হয়। পরে আদালত তাদের ২৬ হাজার টাকা জরিমানা করে এবং জব্দ করা প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে চরফ্যাশনে সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বিকেলে অভিযান চালিয়ে আরও দুই জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন রক্ষায় ৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই সময়ে দেশের সব নদ-নদী, বঙ্গোপসাগরের জলসীমা এবং ইলিশের অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও কিছু অসাধু জেলে নিয়ম ভঙ্গ করে নদীতে নামছেন, যা মা ইলিশ সংরক্ষণের উদ্যোগকে বড় ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।