মানবজীবনের সকল দুর্দশা-সংকট-খুন-জুলুমের মূলে একক গোষ্ঠীবাদি রাজনীতি ও রাষ্ট্র
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫, ২০:৪৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর মহাসমাবেশ প্রস্তুতি সমাবেশ আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন — ইনসানিয়াতের রাজনীতি ও রাষ্ট্র সব মানুষের স্বার্থে, কোনো ব্যক্তির বিরুদ্ধেই নয়; এটা সবাইকে নিয়ে গড়া একটি মানবিক আন্দোলন।
চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশেষভাবে জোর দিয়ে বলেন যে, একক গোষ্ঠীর স্বৈরশাসন, মিথ্যা জুলুম ও রাষ্ট্র জবরদখলের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম ছাড়া কোনো স্থায়ী মুক্তি নেই। মানবসত্তাকে উচ্চ স্থানে রেখে ধর্মীয় ছদ্মবেশে অধর্ম, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপকর্ম প্রতিরোধই মানবতার রাজনীতির মূল। ঈমান যদি সত্যিকারের হয়ে থাকে, তাহলে তা বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে মুক্ত — অর্থাৎ ভাষা, জাতি বা রাষ্ট্রের বাইরে দাঁড়িয়ে সবার মানবিক মর্যাদা রক্ষাই আসল ধর্মীয় কর্তব্য।
তিনি আরও বলেন — খুনিদের দলকে ঘৃণাভরে ত্যাগ করুন; খুনিদের সঙ্গে থাকা মানে হত্যার অংশীদার হওয়া। সব মানুষের প্রতিনিধিত্বশীল, নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা সংরক্ষণে ভিত্তিক রাষ্ট্র গঠন না করলে জীবন ও মানবাধিকার বাঁচবে না। দেশের মানুষকে উদ্ধারের লক্ষ্যে, গোষ্ঠীবাদী ও বস্তুবাদী ক্ষমতার বিরুদ্ধে একমাত্র পথ হলো মানবতার রাজনীতি — সকল দেশের, সকল ধর্মের মানুষের জন্য শান্তিময় ও অখণ্ড জীবনের নির্মাণে এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে।