• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হয়েছে বরিশাল বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ বইমেলা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ২০:১০ অপরাহ্ণ
শেষ হয়েছে বরিশাল বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ বইমেলা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চিত্রাঙ্কন ও কবিতা আবৃতির পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সোমবার (১৩ অক্টোবর) রাতে পরিসমাপ্তি ঘটে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ বইমেলার। বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় (বি এম স্কুল) মিলনায়তনে চার দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হয়। মেলার ‘ইউনিট ইন চার্জ’ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান, যিনি পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন।
অনুষ্ঠানটি শুরু হয় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কবিতা আবৃতির মাধ্যমে। একে একে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সাহিত্যপ্রেমের প্রকাশ ঘটায়। পরে মেলার ইউনিট ইন চার্জ মোঃ কামরুজ্জামান তাঁর মূল্যবান বক্তব্যে বইয়ের গুরুত্ব ও পাঠাভ্যাসের প্রসার নিয়ে মত প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ভ্রাম্যমাণ বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর পর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্রিয়েটিভ কিন্ডারগার্টেন’-এর প্রধান শিক্ষক মোঃ মামুদ, যিনি নিজের বক্তব্যে তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহী হওয়ার আহ্বান জানান। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে অনার্স প্রথম বর্ষ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়। চার দিনব্যাপী এই বইমেলায় বইপ্রেমী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বইয়ের সুবাস, কবিতার সুর, আর চিত্রাঙ্কনের রঙে ভরে উঠেছিল পুরো অনুষ্ঠানস্থল—এক অনন্য সাহিত্যিক আবহে শেষ হয় ভ্রাম্যমাণ বইমেলার এই প্রাণবন্ত আয়োজন।