• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যাকে দীপাবলির উৎসব বললেন ভারতীয় পরিচালক

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ২০:৩৮ অপরাহ্ণ
গাজায় গণহত্যাকে দীপাবলির উৎসব বললেন ভারতীয় পরিচালক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রঙ্গিলা-খ্যাত ভারতীয় পরিচালক রাম গোপাল ভার্মার দেশজুড়ে দীপাবলি বা দিওয়ালি উৎসব চলার সময় যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে ধর্মীয় উৎসবের আগুনের তুলনা করেছেন। সোমবার (২০ অক্টোবর) তিনি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই পোস্ট করেন। পোস্টে এই পরিচালকে লিখেন, “ভারতে শুধু একদিন দীপাবলি হচ্ছে, আর গাজায় প্রত্যেক দিন দীপাবলি হচ্ছে।” এই মন্তব্যের মাধ্যমে আরজিভি কার্যত গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের আগুনের সঙ্গে দীপাবলির আলোর তুলনা টেনেছেন।
রাম গোপাল ভার্মার‍ ‍এই পোস্টের পর পর ই এক্স প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় বয়ে যায়। একজন ব্যবহারকারী ক্ষোভ উগরে দিয়ে লেখেন, আপনার কাছে এটা আলোর উৎসব; গাজার কাছে এটা বোমার আগুন। উদযাপনের সঙ্গে যন্ত্রণার তুলনা করবেন না। সহানুভূতির মৃত্যু হলে মানবতারও মৃত্যু হয়। অনেকে তাকে সত্য-এর মতো ছবি তৈরির কথা মনে করিয়ে দিয়ে এমন অসংবেদনশীল মন্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন।
নেটিজেনরা বলছেন, যেখানে প্রতিদিন নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, সেই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সঙ্গে একটি ধর্মীয় উৎসবের তুলনা টানা শুধু কুরুচিকরই নয় বরং অমানবিকও বটে। বিতর্কিত এক্স পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। তার এই মন্তব্যকে অসংবেদনশীল এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ইন্টারনেট ও চলচ্চিত্র মহল।।