আসামে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৭:৪১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভারতের আসামে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় স্থানীয় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আসামের শ্রীভূমিতে কংগ্রেসের এক সভায় স্থানীয় নেতারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শোনান। দুই দিন আগে অনুষ্ঠানটির ভিডিও অনলাইনে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনাকে ভারতের জাতীয় অনুভূতির প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে বলেন, “যেভাবে ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়, বাংলাদেশের সংগীতও একই ভক্তি নিয়ে পরিবেশন করা হয়েছে, যা আসামের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি আরও জানান, যেসব কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন, তাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হিমন্ত বলেন, “এই ঘটনার পেছনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বৃহৎ বাংলাদেশের অংশ’ হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র থাকতে পারে।” তিনি কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গোগুলের সমালোচনা করে বলেন, “নেতাদের এই আচরণের নিন্দা না করে বরং তিনি নীরব থেকে খুশি হয়েছেন বলে মনে হচ্ছে।”