• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অলির দলের সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির প্রথম বৈঠক

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৮:৪৭ অপরাহ্ণ
অলির দলের সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির প্রথম বৈঠক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত সরকারের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দল ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দল—কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কার্কি রাজনৈতিক দলগুলো ও জেন-জি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টার বৈঠকে অংশ নেন। তিনি বলেন, সংলাপের অভাব দূর করে সহযোগিতা ও আস্থার পরিবেশ গড়ে তোলা তার সরকারের প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্ম, রাজনৈতিক দল ও সরকার—সবাই একসঙ্গে কাজ করলে অবাধ ও নিরাপদ নির্বাচন আয়োজন সম্ভব।
প্রধানমন্ত্রী কার্কি জানান, আগামী বছরের মার্চে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জনগণের রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। নেপালের যোগাযোগমন্ত্রী জগদীশ খারেল বলেন, বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং এটি দেশের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতার পথে ফিরতে সহায়ক হবে।